Advertisement
০৫ মে ২০২৪
Cricket

রোহিত-স্মিথকে বল করা সব চেয়ে কঠিন, বলছেন শাদাব

গত বছর অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন শাদাব। সেখানে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি তিনি।

স্মিথ-রোহিতের বিরুদ্ধে সাফল্যে পাননি শাদাব খান। —ফাইল চিত্র।

স্মিথ-রোহিতের বিরুদ্ধে সাফল্যে পাননি শাদাব খান। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
করাচি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ১৯:৩৮
Share: Save:

রোহিত শর্মার বিরুদ্ধে বল করেছেন পাক-স্পিনার শাদাব খান। আবার অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথকেও বল করেছেন। নিজের অভিজ্ঞতা থেকে শাদাব বলছেন, এই দুই ক্রিকেটারকে বল করাই সব থেকে কঠিন।

গত বছর অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন শাদাব। সেখানে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি তিনি। শাদাব বলছেন, ‘‘অস্ট্রেলিয়ায় আমি স্মিথকে বল করেছি। ওখানে তো বল আবার ঘোরেই না। ফলে স্মিথের বিরুদ্ধে আমি সাফল্য পাইনি।’’

আর বিশ্বকাপে রোহিত শর্মা একাই ম্যাচ নিয়ে গিয়েছিলেন ভারতের ক্যাম্পে। পাকিস্তানের বিরুদ্ধে রোহিত ১১৩ বলে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন। বিশ্বকাপের সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে ৯ ওভার হাত ঘুরিয়ে ৬১ রান দেন শাদাব।

আরও পড়ুন: দুর্দান্ত সব রেকর্ডের সঙ্গে যুক্ত প্রায় অনামী এই সব ভারতীয় ক্রিকেটাররা, জানতেন!

সেই অভিজ্ঞতা থেকে পাক-স্পিনার বলছেন, ‘‘রোহিতকে বল করা খুবই কঠিন। খুব সামান্য ভুল হলেই ছক্কা হাঁকিয়ে দেবে রোহিত।’’

সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডিও রোহিতের কথাই বলেছেন। এক পাক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রাক্তন অজি তারকা জানান, ডেভিড ওয়ার্নার ও রোহিতকে ওপেনার হিসেবে দেখতে চাইবেন তিনি। কারণ এই দুই ওপেনার এই মুহূর্তে বিশ্বের সব থেকে বিপজ্জনক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shadab Khan Steve Smith Rohit Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE