Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Safrraz Ahmed

মাথায় বল, হাসপাতালে ভর্তি হতে হল পাক অধিনায়ক সরফরাজকে

শুক্রবার আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে মাঠে নামতে পারলেন না তিনি। পাকিস্তান শিবির জানিয়েছে, সতর্কতা হিসেবে তাঁর স্ক্যান করানো হবে হাসপাতালে।

এই ভাবেই চোট পেয়েছিলেন সরফরাজ। ছবি: এএফপি।

এই ভাবেই চোট পেয়েছিলেন সরফরাজ। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ১৪:৫৪
Share: Save:

বাউন্সারে চোট পেয়েছিলেন বৃহস্পতিবার দুপুরে। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার সময় অনুভব করেন তীব্র মাথাব্যথা। যার জেরে হাসপাতালে নিয়ে যেতে হল পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে।

আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে তাই মাঠেই নামতে পারলেন না তিনি। পাকিস্তান শিবির জানিয়েছে, সতর্কতা হিসেবে তাঁর স্ক্যান করানো হবে। তাঁর পরিবর্তে শুক্রবার কিপিংয়ের দায়িত্ব সামলানেন মহম্মদ রিজওয়ান। আর নেতৃত্ব দিলেন আসাদ শফিক।

বৃহস্পতিবার পাকিস্তান ইনিংসের ৮৯তম ওভারে পিটার সিডলের ডেলিভারি মাথা নিচু করে ছাড়তে গিয়েছিলেন সরফরাজ। কিন্তু, তা পারেননি। মাথা সরিয়ে নেওয়ায় বল লাগে বাঁ কানের ঠিক নীচে হেলমেটে। তখন ৩২ রানে ব্যাট করছিলেন তিনি। প্রাথমিক চিকিত্সার পর তিনি ব্যাট করেন প্রায় আরও ৩০ ওভার। তেমন কোনও অসুবিধায় দেখাওনি। কিন্তু,শুক্রবার সকালে সমস্যা অনুভব করেন। যার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আরও পড়ুন: গুয়াহাটিতে ফুটবল খেলে অনুশীলন শুরু কোহালি-ধোনিদের

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে কোহালি কী কী রেকর্ড ভাঙতে পারেন

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE