এশিয়ান অ্যাথলেটিক্সের জ্যাভলিন ইভেন্টে সোনা জিতলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। তিনি হারিয়ে দিলেন ভারতের প্রতিযোগী সচিন যাদবকে। প্যারিস অলিম্পিক্সের পর প্রথম বিদেশ সফরেই সোনা জিতলেন নাদিম। তবে এই প্রতিযোগিতায় নীরজ চোপড়া-সহ ভারতের সেরা প্রতিযোগীরা খেলেননি।
দক্ষিণ কোরিয়ার গুমিতে শনিবার ৮৬.৪০ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন নাদিম। তবে ভারতের সচিনও পিছিয়ে ছিলেন না। তিনি ৮৫.১৬ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। তৃতীয় স্থানে শেষ করেছেন জাপানের ইয়ুতা সাকিয়ামা। তিনি ৮৩.৭৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন।
প্রথম কয়েকটি থ্রোয়ে এগিয়ে ছিলেন শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে। তিনি চতুর্থ স্থানে শেষ করেন ৮৩.২৭ মিটার ছুড়ে। ভারতের আর এক খেলোয়াড় যশবীর সিংহ ৮২.৫৭ মিটার ছুড়ে পঞ্চম স্থানে শেষ করেছেন। ষষ্ঠ স্থানে চিনের হু হাওরান শেষ করেন। শ্রীলঙ্কার সুমেধা জগত সপ্তম স্থানে এবং পাকিস্তানের মহম্মদ ইয়াসির অষ্টম স্থানে শেষ করেন।
এ দিকে, ভারতের পারুল চৌধরি দ্বিতীয় রুপো পেয়েছেন। ৫০০০ মিটার স্টিপলচেজ়ে ১৫:১৫.৩৩ সেকেন্ডে শেষ করে রুপো পান তিনি। দিনের প্রথম পদক আসে অনিমেষ কুজুরের হাত ধরে। জাতীয় রেকর্ড ভেঙে ব্রোঞ্জ জিতেছেন কুজুর। ছেলেদের ২০০ মিটার দৌড় ২০.৩২ সেকেন্ডে শেষ করেন তিনি।
আরও পড়ুন:
এশিয়ান গেমসের পদকজয়ী ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেয়েছেন। ৫৬.৪৬ সেকেন্ড সময় করেছেন তিনি। মহিলাদের ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন পূজা। তিনি ২:০১.৮৯ সেকেন্ড সময় করেছেন। মহিলাদের ২০০ মিটার ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন জ্যোতি ইয়ারাজি।