Advertisement
১৭ মে ২০২৪

কঁতোনার স্মৃতি ফিরিয়ে কড়া শাস্তির মুখে এভা

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে অলিম্পিক মার্সেই বনাম পর্তুগালের ভিতোরিয়া স্পোর্টিং ক্লাবের ম্যাচ শুরুর আগে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন প্যাত্রিস এভা।

বিতর্ক: মাঠ ছাড়ছেন এভা। (ডানদিকে) কঁতোনার সেই কুংফু কিক। ছবি:এএফপি।

বিতর্ক: মাঠ ছাড়ছেন এভা। (ডানদিকে) কঁতোনার সেই কুংফু কিক। ছবি:এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৭ ০৩:৫৩
Share: Save:

এরিক কঁতোনা আর তিনি দু’জনেই ফ্রান্সের নাগরিক। কঁতোনার মতোই খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-এর হয়ে। কিন্তু ফুটবল কেরিয়ারের সায়াহ্নে এসে সেই প্যাত্রিস এভা যে কঁতোনা-র রাস্তা নেবেন তা কে জানত!

১৯৯৫ সালে সেলহার্স্ট পার্কে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ক্রিস্টাল প্যালেস ম্যাচে বিপক্ষ টিমের সমর্থক ম্যাথু সাইমন্স-এর বুকে ‘কুং ফু কিক’ মেরে লাল-কার্ড দেখেছিলেন ম্যান ইউ-এর কঁতোনা। যে ঘটনার পরে ইংলিশ এফএ আট মাস নির্বাসিত করেছিল কঁতোনাকে। এমনকি, ফ্রান্সের অধিনায়কত্বও হারান তিনি। এমনকি সপ্তাহ দু’য়েক কারাবাসও করতে হয়েছিল তাঁকে। শেষমেশ সাত মাস নির্বাসনের পর ফের ফুটবল মাঠে প্রত্যাবর্তন ঘটে তাঁর।

আর বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে অলিম্পিক মার্সেই বনাম পর্তুগালের ভিতোরিয়া স্পোর্টিং ক্লাবের ম্যাচ শুরুর আগে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন প্যাত্রিস এভা। এক সমর্থকের মাথায় ‘কুং ফু’-র কায়দায় লাথি মেরে লাল-কার্ড দেখে শুধু মার্চিং অর্ডারই পেলেন না এভা। উয়েফার কড়া শাস্তির খাঁড়াও ঝুলছে তাঁর মাথায়। শোনা যাচ্ছে, বেশ কয়েক মাস তাঁকে নির্বাসিত করতে পারে উয়েফা। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য তদন্ত শুরু হয়েছে। উয়েফার সিদ্ধান্ত জানা যাবে ১০ নভেম্বর। সে দিনই শুনানির জন্য ডাকা হয়েছে এভাকে। আপাতত লাল-কার্ড দেখার জন্য এক ম্যাচের শাস্তি বহাল থাকছে। ফ্রান্সের ফুটবল মহলে আশঙ্কা, আর এই মুহূর্তে এভা-র বয়স ৩৬। হয়তো এই সমথর্ক পেটানোর ঘটনা এভা-র ফুটবলার জীবনে ইতি টেনে দিল। ম্যাচে বিপক্ষ অধিনায়ক পাওলো হুর্তাদোর গোলে ০-১ হারে মার্সেই।

ঠিক কী হয়েছিল প্রাক্তন ফরাসি অধিনায়ক এভার সঙ্গে?

ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম আপ করছিলেন এভা। সেই সময়ই বিলবোর্ড-এর ধারে জড়ো হওয়া শ’দু’য়েক মার্সেই সমর্থক এভাকে গালিগালাজ ও তির্যক উক্তি করে। গালিগালাজ বাড়লে এভা তেড়ে যান সমর্থকদের দিকে। সতীর্থরা শুরুতে কোনওমতে তাঁকে আটকালেও এর পরেই দেখা যায় এভা গ্যালারির এক মার্সেই সমর্থকের মাথায় লাথি মারছেন। সমর্থকরা দলবদ্ধ হয়ে এ বার তেড়ে যায় এভার দিকে। নিরাপত্তারক্ষীরা এভাকে সরিয়ে নিয়ে গেলেও রেফারি এই ঘটনার পর লাল-কার্ড দেখিয়ে ড্রেসিংরুমে পাঠিয়ে দেন এভাকে।

মার্সেই কোচ রুডি গার্সিয়া ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘এভা একজন পেশাদার ফুটবলার। ওর প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি। তা ছাড়া যারা বিলবোর্ডের ধারে এসে কটূক্তি করছিল, তারা আমাদেরই সমর্থক।’’ প্যাট্রিস এভা-র এই আচরণে ক্ষুব্ধ তাঁর ক্লাব অলিম্পিক মার্সেই-ও। ঘটনার পরেই ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘‘সমর্থকদের বিদ্রুপ, গালাগালের সামনে পড়লে কী ভাবে আত্মসংযম দেখাতে হবে তা জানা উচিত একজন পেশাদার ফুটবলারের।’’ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারাও।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-এ আট বছরের খেলোয়াড় জীবনে প্যাত্রিস এভা ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ দলের সদস্য ছিলেন। গত জানুয়ারি মাসে জুভেন্তাস থেকে মার্সেই-তে আসেন তিনি। তবে প্রথম দলে নিয়মিত ছিলেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE