Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পোগবা ছাড়াও দৃপ্ত মোরিনহো

চ্যাম্পিয়ন্স লিগে বাসেলের বিরুদ্ধে ৩-০ জিতলেও পোগবার হ্যামস্ট্রিংয়ে চোট তাড়া করে মোরিনহোর দলকে। শুধু ম্যান ইউ নয়, অক্টোবরের শুরুর দিকে বুলগেরিয়া এবং বেলারুসের বিরুদ্ধে ফ্রান্সের খুব গুরুত্বপূর্ণ দু’টি ম্যাচেও বাইরে থাকতে হতে পারে পোগবাকে।

ধাক্কা: হ্যামস্ট্রিংয়ে চোট। এক মাস বাইরে পোগবা। —ফাইল চিত্র।

ধাক্কা: হ্যামস্ট্রিংয়ে চোট। এক মাস বাইরে পোগবা। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০২:৫৯
Share: Save:

পল পোগবা চোট পেয়ে ছিটকে গেলেও তাঁর হাতে অনেক বিকল্পই তৈরি আছে বলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন জোসে মোরিনহো। ম্যাঞ্চেস্টার ইউনাইটে়ড ম্যানেজার যদিও পোগবার চোট নিয়ে খুব খোলাখুলি আলোচনায় যেতে রাজি হননি। তাঁর মতে, পোগবা ‘কয়েকটি ম্যাচ’ খেলতে পারবেন না।

তবে ব্রিটিশ মিডিয়ার খবর, এক মাস থেকে ছয় সপ্তাহের মতো সময় মাঠের বাইরে থাকতে হতে পারে ফ্রান্সের তারকাকে। ম্যান ইউ তাদের পরের ম্যাচ খেলবে ওল্ড ট্র্যাফোর্ডে এভার্টনের বিরুদ্ধে রবিবার। ম্যাচটি তাৎপর্যপূর্ণ কারণ ওয়েন রুনি ফিরছেন ওল্ড ট্র্যাফোর্ডে। কিন্তু পোগবার সেই ম্যাচ খেলা হচ্ছে না।

চ্যাম্পিয়ন্স লিগে বাসেলের বিরুদ্ধে ৩-০ জিতলেও পোগবার হ্যামস্ট্রিংয়ে চোট তাড়া করে মোরিনহোর দলকে। শুধু ম্যান ইউ নয়, অক্টোবরের শুরুর দিকে বুলগেরিয়া এবং বেলারুসের বিরুদ্ধে ফ্রান্সের খুব গুরুত্বপূর্ণ দু’টি ম্যাচেও বাইরে থাকতে হতে পারে পোগবাকে। সেটা ফ্রান্সের জন্য বড় ধাক্কা কারণ রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন নিশ্চিত করতে গেলে এই দু’টি ম্যাচে জিততে হবে তাদের।

পোগবা না থাকায় তাঁর জায়গা নেবেন কে? এটাই এখন বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। মোরিনহো অনেক বিকল্প আছে বললেও মনে করা হচ্ছে, মারুয়ান ফেলাইনি এক নম্বর পছন্দ হবেন। বাসেলের বিরুদ্ধে পোগবা চোট পেয়ে বাইরে চলে যাওয়ার পরে তাঁর জায়গায় ফেলাইনি নেমে গোল করেন। আন্দের এরেরা এবং মাইকেল ক্যারিক-ও দৌড়ে আছেন।

মোরিনহো যদিও কত দিন পোগবা বাইরে থাকবেন, তা নিয়ে কিছু বলতে চান না। ‘‘আমি অত দূরের কথা বলতে পারব না। আমি শুধু জানি যে, ওর পেশীতে চোট লেগেছে এবং উইকএন্ড ম্যাচে খেলবে না। হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে জানি। কিন্তু সেটা পুরনো চোট কি না জানি না।’’ গত মার্চেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে তিন সপ্তাহ বাইরে থাকতে হয়েছিল পোগবাকে। যদিও মোরিনহো বলছেন, ‘‘আমরা পোগবাকে মিস করব, ওকে আমাদের দরকারও। কিন্তু এরেরা, ফেলাইনি, ক্যারিক আছে। আর ওরা সব তৈরি।’’

এখন পর্যন্ত যা মেডিক্যাল বুলেটিন, অন্তত চারটি ম্যাচে খেলতে পারবেন না পোগবা। এভার্টন, সাউদাম্পটন, ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ইপিএলে পরের তিনটি ম্যাচ এবং লিগ কাপে বার্টনের বিরুদ্ধে। ২৭ সেপ্টেম্বর মস্কোতে চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচ খেলতে যাবে ম্যান ইউ। সেই সফরেও থাকা কঠিন পোগবার।

ফিরতে পারেন কোম্পানি: শনিবারই অ্যাওয়ে ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ ওয়াটফোর্ড। যে ম্যাচে মাঠে ফেরার সম্ভাবনা বাড়ছে পেপ গুয়ার্দিওলার দলের বেলজিয়ান ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। গত অগস্টে দেশের হয়ে কেলতে গিয়ে কাফ মাসলে চোট পেয়েছিলেন কোম্পানি। কিন্তু শুক্রবার দলের সহ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে।

যে প্রসঙ্গে ম্যান সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলছেন, ‘‘দলের সঙ্গে অনুশীলন করেছে কোম্পানি। দ্রুতই মাঠে ফিরেছে ও। তবে ওয়াটফোর্ডের বিরুদ্ধে ওকে দলে রাখা হবে কি না সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।’’ গত ম্যাচেই লিভারপুলকে ৫-০ হারিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। ফলে ওয়াটফোর্ডের বিরুদ্ধে তিন পয়েন্ট মিলবেই বলে আশাবাদী তাদের সমর্থকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Paul Pogba পল পোগবা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE