Advertisement
E-Paper

এখনই নয় গোলাপি বলের টেস্ট: অনুরাগ

১৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে। প্রথমে কথা হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচ দিন-রাতের হবে এবং সেটি খেলা হবে গোলাপি বলে। কিন্তু নিউজিল্যান্ড বেঁকে বসায় বিসিসিআই-এর সেই স্বপ্ন শুরুতেই ছাড়তে হয়েছিল। এ বার যা খবর ১৩ টেস্টের কোনওটাই দিন-রাতের হওয়ার সম্ভাবনা নেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:০৪
বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। ছবি: পিটিআই।

বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। ছবি: পিটিআই।

১৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে। প্রথমে কথা হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচ দিন-রাতের হবে এবং সেটি খেলা হবে গোলাপি বলে। কিন্তু নিউজিল্যান্ড বেঁকে বসায় বিসিসিআই-এর সেই স্বপ্ন শুরুতেই ছাড়তে হয়েছিল। এ বার যা খবর ১৩ টেস্টের কোনওটাই দিন-রাতের হওয়ার সম্ভাবনা নেই। ঘরের মাঠে এই টেস্ট সিরিজ চলবে ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বলেন, ‘‘গোলাপি বল নিয়ে এখনই কিছু বলাটা ঠিক হবে না। যদি দলীপ ট্রফির কথা ধরা হয় তা হলে বলতে হবে আমরা সফল। তবে পুরো বিষয়টি নিশ্চিত না হয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’’

এই গোলাপি বলের ক্রিকেট হওয়ার কথা ছিল ইডেনেই। সেই মতো প্রস্তুতিও নিয়ে ফেলেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যান্ড ব্রিগেড। কিন্তু অনেক চিন্তা-ভাবনার পর শে‌ষ পর্যন্ত দিন-রাতের টেস্টের জল্পনায় আপাতত ইতি। বিসিসিআই সভাপতি বলেন, ‘‘আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। বৈজ্ঞানিক দিকটিও দেখতে হবে। এই মুহূর্তে গোলাপি বল ক্রিকেট আয়োজনের জন্য আমরা প্রস্তুত নই।’’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে না হলেও ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দিচ্ছে না বিসিসিআই। এর মধ্যে ভারত একটি টেস্ট খেলবে বাংলাদেশের বিরুদ্ধেও।

বিসিসিআই সভাপতি অবশ্য এখনই দিন-রাতের টেস্ট না খেলার কারণ ব্যাখ্যা করেছেন। বলেন, ‘‘আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই এই গোলাপি বলে খেলা হবে কী না সিদ্ধান্ত হবে। সবার আগে দেখতে হবে এই ম্যাচ কতটা সমর্থকদের কাছে আকর্ষনীয় করে তোলা যায়। যদি কানপুরের মতো ম্যাচ হয় তা হলে ভাবতে হবে না। দ্বিতীয়ত, কী ভাবে সমর্থকদের খেলার সঙ্গে জুড়ে রাখা যাবে। যাঁরা মাঠে আসবে বা যাঁরা টিভিতে দেখবেন দুই ধরণের দর্শককেই। এটাও ভাবতে হবে যে টেস্ট ক্রিকেটের দর্শক ক্রমশ কমছে সেটা কী ভাবে ফিরিয়ে আনা যায়।’’

বলের রঙের উপর কী ভাবে খেলার মোর ঘুরে যায় সেই ব্যাখ্যাও দিয়েছেন অনুরাগ। বলেন,‘‘লাল বলে ২০-২৫ ওভার পর থেকে রিভার্স সুইং হতে শুরু করে। কিন্তু গোলাপি বলে তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জটাই শেষ হয়ে যাবে। যদি গোলাপি বলে খেলতে হয় তা হলে দু’তিনটি মরসুম ডোমেস্টিক ক্রিকেটে এটা অভ্যেস করতে হবে।’’

আরও খবর

ঐতিহাসিক টেস্ট লেখা থাকল অশ্বিন, জাদেজার নামে

Anurag Thakur Test Cricket Pink Ball
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy