পুরো আইপিএল খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। পাঁচদিন পরই আইপিএল নিলামের আসর বসতে চলেছে বেঙ্গালুরুতে। তার আগে এই খবরে সমস্যায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। যাঁরা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন এই দুই দেশের ক্রিকেটারদের নাম বা যে সব দলে এই দুই দলের ক্রিকেটাররা রয়েছেন তারা সব থেকে বেশি সমস্যায় পড়বে। এমনিতেই বেস প্রাইজের হিসেবে সব থেকে উপরে রয়েছেন ইংল্যান্ডের প্লেয়াররাই। সর্বোচ্চ বেস প্রাইজ দু’কোটি টাকার তালিকায় রয়েছেন তিন জন ইংল্যান্ডের ক্রিকেটার। তাঁরাই খেলতে পারবেন না পুরো আইপিএল।