Advertisement
১৯ মে ২০২৪

রোনাল্ডোর সতীর্থকে নিল আটলেটিকো

আটলেটিকো দে কলকাতার স্প্যানিশ ডিফেন্ডার পাবলোর পরিবর্ত হিসেবে টিমে যোগ দিতে চলেছেন রোনাল্ডোর সতীর্থ। হেনরিক সেরেনো নামের এই পর্তুগিজ সেন্টার ব্যাক আজ বুধবার দিল্লিতে নামছেন। সেখান থেকেই তাঁর সরাসরি কেরলে টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০৩:৩৪
Share: Save:

আটলেটিকো দে কলকাতার স্প্যানিশ ডিফেন্ডার পাবলোর পরিবর্ত হিসেবে টিমে যোগ দিতে চলেছেন রোনাল্ডোর সতীর্থ।

হেনরিক সেরেনো নামের এই পর্তুগিজ সেন্টার ব্যাক আজ বুধবার দিল্লিতে নামছেন। সেখান থেকেই তাঁর সরাসরি কেরলে টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা।

পোর্তোয় খেলা হেনরিকের বয়স এই মুহূর্তে ৩১। লা লিগাতে খেলেছেন এই পর্তুগিজ ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতেও তিনি একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন। যে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একমাত্র গোলে জিতেছিল পর্তুগাল। গত সপ্তাহে কলকাতায় একটি প্রদর্শনী ম্যাচে গুরুতর চোট পান পাবলো। যার ফলে তাঁকে দেশে ফিরে যেতে হয়। পাবলোর পরিবর্ত হিসেবে আসা রোনাল্ডোর দেশের ডিফেন্ডারকে নিয়ে আশাবাদী এটিকে কর্তারা। তবে হেনরিক প্র্যাকটিসে নামার পরই তাঁর ফিটনেস লেভেল দেখে ঠিক করা হবে তিনি আদৌ মুম্বই সিটি এফসি ম্যাচে মাঠে নামতে পারবেন কি না! কেননা এই বছর জুনের পর থেকে হেনরিক কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Henrique Sereno ATK ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE