Advertisement
E-Paper

অধরা আজহার তো পরে, হায়দরাবাদে পৃথ্বীর টার্গেট সৌরভদের ছোঁয়া

কেরিয়ারের প্রথম দুই টেস্টে শতরান করেছিলেন সৌরভ। ১৯৯৬ সালে ইংল্যান্ডের লর্ডসে অভিষেকে শতরান করেছিলেন তিনি। পরের টেস্টেও করেন শতরান। ভারতীয়দের মধ্যে এই রেকর্ড রয়েছে আজহার-রোহিতেরও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১৬:৪২
সৌরভের মতো কেরিয়ারের প্রথম দুই টেস্টেই শতরান করতে পারবেন পৃথ্বী?

সৌরভের মতো কেরিয়ারের প্রথম দুই টেস্টেই শতরান করতে পারবেন পৃথ্বী?

রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান করেছেন পৃথ্বী শ। হায়দরবাদে তিনি যদি ফের তিন অঙ্কের রানে পৌঁছন, তবে স্পর্শ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

কেরিয়ারের প্রথম দুই টেস্টে শতরান করেছিলেন সৌরভ। ১৯৯৬ সালে ইংল্যান্ডের লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেকে শতরান করেছিলেন তিনি। পরের টেস্টেও করেন শতরান। হয়েছিলেন সিরিজের সেরা।

তবে সৌরভ একা নন। ভারতীয়দের মধ্যে এই রেকর্ড রয়েছে আরও দু’জনের। পাঁচ বছর আগে ইডেনে টেস্ট অভিষেকে শতরান করেছিলেন রোহিত শর্মা। ওয়াংখেড়েতে পরের টেস্টেও করেছিলেন শতরান। যা ছিল সচিন তেন্ডুলকরের বিদায়ী টেস্ট সিরিজ। আর মহম্মদ আজহারউদ্দিন তো কেরিয়ারের শুরুতে প্রথম তিন টেস্টেই করেছিলেন শতরান। ১৯৮৪-৮৫ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ঘরের মাঠে তিনি ওই রেকর্ড গড়েন। ইডেনে অভিষেক হয়েছিল তাঁর। এটা এখনও রেকর্ড। কেরিয়ারের প্রথম তিন টেস্টে আর কেউ শতরান করেননি বিশ্বক্রিকেটে।

আরও পড়ুন: একই ফ্লাইটে ভক্ত, টুইটে ডেকে অটোগ্রাফ দিলেন কুম্বলে​

আরও পড়ুন: হায়দরাবাদে কোন পাক লিজেন্ডকে স্পর্শ করতে পারেন বিরাট কোহালি?

ভারতের আজহার, সৌরভ, রোহিত ছাড়া বিশ্বক্রিকেটে প্রথম দুই টেস্টে শতরান করেছেন আরও পাঁচ জন। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার বিন পন্সফোর্ড (১৯২৪-২৫ মরসুম), অস্ট্রেলিয়ার ডাগ ওয়াল্টার্স (১৯৬৫), ওয়েস্ট ইন্ডিজের আলভিন কালীচরণ (১৯৭২), অস্ট্রেলিয়ার গ্রেগ ব্লিউয়েট (১৯৯৫), নিউজিল্যান্ডের জেমস নিশাম (২০১৪)। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করলে এঁদেরকেও স্পর্শ করবেন পৃথ্বী। আর যদি তা করতে পারেন, তবে তাঁর সামনে থাকবেন শুধু আজহার। সে ক্ষেত্রে আজহারকে স্পর্শের জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ১৮ বছর বয়সী পৃথ্বীকে। কারণ, ভারতের পরের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ায় আগামী ৬ ডিসেম্বর থেকে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Prithvi Shaw Azharuddin Sourav Ganguly Rohit Sharma India Cricket West Indies Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy