গত এক সপ্তাহে অনেকটাই বদলে গিয়েছে মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ বারিয়ারের জীবন। এক জন সাধারণ নায়িকা থেকে ইতিমধ্যেই তিনি হয়ে উঠেছেন ইন্টারনেট সেনসেশন।
হাজার হাজার পুরুষের হৃদয় ঝড় তোলা এই অভিনেত্রীর অনুগামীর তালিকায় নবতম সংযোজন দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার লুঙ্গি এনগিডি।
ভ্যালেনন্টাইন্স ডের আগে প্রিয়ার ভিডিওর সঙ্গে এনগিদির ছবি লাগিয়ে একটি ভিডিও তৈরি করে টুইট করেন তাঁর এক সমর্থক। নিজের পোস্ট করা টুইট লুঙ্গিকে ট্যাগ করে জনৈক ওই সমর্থক লেখেন 'আপনার জন্য একটি গিফট!' !
ভ্যালেনন্টাইন্স ডের আগে প্রিয়ার ভিডিওর সঙ্গে এনগিদির ছবি লাগিয়ে একটি ভিডিও তৈরি করে টুইট করেন তাঁর এক সমর্থক। নিজের পোস্ট করা টুইট লুঙ্গিকে ট্যাগ করে জনৈক ওই সমর্থক লেখেন 'আপনার জন্য একটি গিফট!'
প্রেম দিবসের পর সেই ভিডিওটির লিঙ্ক টুইট করে হাসির স্মাইলি দিয়ে লুঙ্গি লেখেন "ভ্যালেন্টাইন্স ডে সম্পূর্ণ হল।" 😂😂😂
Valentines day Done 😂😂😂 https://t.co/KXKen3pFUJ
— Lungi Ngidi (@NgidiLungi) February 15, 2018
লুঙ্গির টুইটের পর সেই সমর্থক ফের এক বার টুইট করে লেখেন "রিপ্লাই করার জন্য ধন্যবাদ। আশা করি আপনার ভিডিওটি ভাল লেগেছে।"😂😂😂
আরও পড়ুন: প্রথম টি২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ