Advertisement
১১ মে ২০২৪
PSG

PSG: মেসি, নেমারকে ছাড়াই ফের জিতল প্যারিস সঁ জঁ

মেসি এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। কোপা আমেরিকার পর টানা এক মাস বলে পা ছোঁয়াননি মেসি। পিএসজি-র অনুশীলনে অবশ্য নেমেছেন।

গোলের পর এমবাপের উল্লাস।

গোলের পর এমবাপের উল্লাস। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ১৭:৪৬
Share: Save:

লিয়োনেল মেসি, নেমারকে ছাড়াই ঘরোয়া লিগের তৃতীয় ম্যাচে জিতল প্যারিস সঁ জঁ। শুক্রবার তারা ৪-২ ব্যবধানে হারিয়ে দিল ব্রেস্তকে। লিগের শীর্ষে আপাতত তারাই।

অ্যাওয়ে ম্যাচে পিএসজি-কে ২৩ মিনিটে এগিয়ে দিয়েছিলেন অ্যান্ডার হেরেরা। ৩৬ মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে ব্রেস্তের ফ্রাঙ্ক আনোরাত এক গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে দূরপাল্লার শটে গোল করে পিএসজি-র ব্যবধান বাড়ান ইদ্রিসা গুয়ে।

৮৫ মিনিটে ফের ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার একটা সম্ভাবনা তৈরি করেছিল ব্রেস্ত। কিন্তু ৯০ মিনিটে অ্যাঙ্খেল দি মারিয়ার গোলে জয় সুনিশ্চিত হয়।

ম্যাচের আগেই পিএসজি কোচ মরিসিয়ো পচেত্তিনো জানিয়েছিলেন, মেসি এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। কোপা আমেরিকার পর টানা এক মাস ফুটবলে পা ছোঁয়াননি মেসি। পিএসজি-র হয়ে অনুশীলনে অবশ্য নেমেছেন। কেউ কেউ প্রচার করেছেন মেসি নাকি বার্সেলোনায় ফের ছুটি কাটাতে গিয়েছেন। যদিও তা অসত্য।

এত কিছুর মাঝেও জল্পনা চলছে এমবাপেকে ঘিরে। পিএসজি-র হয়ে নিয়মিত গোল পেলেও অনেকেই মনে করছেন রিয়াল মাদ্রিদে তাঁর যোগদান সময়ের অপেক্ষা। রিয়ালও তাঁকে নেওয়ার মরিয়া চেষ্টা করছে। কারণ, ইতিমধ্যেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফেরার সম্ভাবনা বন্ধ হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE