ক্লাবের স্টেডিয়ামের মধ্যেই বাইরে থেকে মহিলা এনে হল দেদার ফুর্তি। চলল ‘সেক্স পার্টি’! নরওয়ের ক্লাব ব্রান এসকে-র ফুটবলারদের এমন কাণ্ডে হতচকিত গোটা বিশ্ব। সঙ্গে সঙ্গে ক্লাবের এক ফুটবলারকে তাড়ানো হয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে ঘটনায় জড়িত বাকি দশ ফুটবলারকে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নরওয়ের ওই ক্লাবের ১২ জন ফুটবলার বাইরে এক রেস্তোরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁরা যান একটি নাইটক্লাবে। এরপর সাতজন যৌনকর্মীকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের ড্রেসিংরুমে আসেন তাঁরা। সেখানে চলে পার্টি। ফুটবলারদের যৌনসম্পর্কে লিপ্ত হতেও দেখা গিয়েছে। গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি-তে।
ফুটবলারদের পাশাপাশি এই ঘটনায় আঙুল উঠেছে নিরাপত্তাকর্মীদের দিকেও। খেলা না থাকা সত্ত্বেও কেন তাঁরা ওই ফুটবলারদের ড্রেসিংরুমে ঢোকার অনুমতি দিলেন, তা জানতে চাওয়া হয়েছে। ক্লাবের করোনা-বিধি ভঙ্গের অভিযোগও উঠেছে।