তাই জু-ইংয়ের কাছে পিভি সিন্ধুর হারটা এখন যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শেষ ছ’বারই চিনা তাইপেইয়ের খেলোয়াড়ের কাছে হেরেছেন সিন্ধু। শুক্রবার হেরেছেন মালয়েশিয়া ওপেনে, যা তাই জু-র কাছে ১৬তম হার। কেন বার বার একই প্রতিপক্ষের বিরুদ্ধে আটকে যাচ্ছেন সিন্ধু?
পুল্লেলা গোপীচন্দ জানালেন, রোগ সারাতে সিন্ধুর কোচ পার্ক তায়ে সাংয়ের সঙ্গে কথা বলবেন তিনি। বলেছেন, “এটা নিয়ে কাজ শুরু করতে হবে। সিন্ধু খুব ভাল খেলোয়াড়। তাই জু-ও ভাল। আগামী দিনে যাতে এই হারগুলোকে সিন্ধু জয়ের পরিণত করতে পারে সেটা দেখতে হবে। কোচ পার্কের সঙ্গে এ বিষয়ে কথা বলে দেখতে হবে কোথায় সমস্যা হচ্ছে। সিন্ধু অভিজ্ঞ। ও নিশ্চয়ই এই সমস্যা কাটিয়ে বেরিয়ে আসবে।”