চিন মাস্টার্সে শুক্রবার কোয়ার্টার ফাইনালে পি ভি সিন্ধু ছিটকে গেলেও শেষ চারে উঠলেন তারকা ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি।
প্রাক্তন বিশ্বসেরা ভারতীয় জুটি কোয়ার্টার ফাইনালে ৩৭ মিনিটেই ২১-১৪, ২১-১৪ ফলে হারায় চিনের রেন শিয়াং য়ু ও শি হাওনানকে। প্যারিস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী সাত্ত্বিকরা এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে আছেন ৯ নম্বরে। ম্যাচের পরে সাত্ত্বিক বলেছেন, ‘‘আত্মবিশ্বাস বাড়ছে। এখানে স্বচ্ছন্দেই খেলতে পারছি। চোট ছাড়া টানা খেলতে পারাটাও গুরুত্বপূর্ণ। কিছু সমস্যা আছে, তবে সেটা সে রকম বড় কিছু নয়। যে ভাবে আমরা খেলেছি তাতে খুব খুশি।’’ এ বছরে এই নিয়ে সাত নম্বর প্রতিযোগিতায় শেষ চারে খেলবেন সাত্ত্বিকরা। সেমিফাইনালে তাঁদের সামনে চেনা প্রতিপক্ষ মালয়েশিয়ার অ্যারন চিয়া এবংসো উ ইক।
গত সপ্তাহে হংকং মাস্টার্সে সাত্ত্বিকরা ফাইনালে উঠলেও খেতাব জিততে পারেননি। সেখানে তাঁরা হারেন অলিম্পিক্সের রুপোজয়ী লিয়াং ওয়েই কেং-ওয়াং চ্যাং-এর কাছে। ‘‘আমার মনে হয়, এক বার ফাইনালে খেলতে পারলে। সেই ধারাবাহিকতাটা রেখে অন্য প্রতিযোগিতাতেও আমরা ফাইনালে ওঠার ক্ষমতা রাখি। এর আগে অনেকগুলো সেমিফাইনালে খেলেছি। শেষ পর্যন্ত গত সপ্তাহে হংকং-এ আমরা ফাইনালে উঠেছি। আশা করি এ বার আমরা চ্যাম্পিয়ন হতে পারব এখানে,’’ বলেছেন চিরাগ।
তবে দুঃসময় অব্যাহত সিন্ধুর। শুক্রবার চিনের শেনজেনে শেষ আটে বিশ্বের এক নম্বর কোরিয়ার আন সে ইয়ংয়ের বিরুদ্ধে মাত্র ৩৮ মিনিটে হারলেন সিন্ধু। ফল ১৪-২১, ১৩-২১। ইয়ংয়ের বিরুদ্ধে কখনওই জিততে পারেননি সিন্ধু। চিন মাস্টার্সেও অব্যাহত থাকল ব্যর্থতার ধারা। প্রতিযোগিতায় দুর্দান্ত শুরু করেছিলেন অলিম্পিক্সে দু’বারের পদকজয়ী ভারতীয় তারকা। প্রথম রাউন্ডে মাত্র ২৭ মিনিটে হারান ডেনমার্কের জুলি জ্যাকবসেনকে। প্রি-কোয়ার্টার ফাইনালে জেতেন বিশ্বের ৬ নম্বর পর্নপাউই চোচুওংয়ের বিরুদ্ধে। ফল ২১-১৫, ২১-১৫। কিন্তু শেষ আট ফের ইয়ং-কাঁটায় বিদ্ধ হলেন সিন্ধু। ৮-০ এগিয়ে গেলেন কোরিয়ার তারকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)