খুব কঠিন প্রতিজ্ঞা করে ফেললেন রশিদ খান। বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার জানিয়ে দিলেন, আফগানিস্তান প্রথম আইসিসি বিশ্বকাপ জেতার পরেই বিয়ে করবেন তিনি।
মাত্র ২১ বছর বয়সেই সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে উঠেছেন আফগানিস্তানের এই লেগস্পিনার। আন্তর্জাতিক মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে রশিদের দাপট অব্যাহত। এই তরুণ লেগস্পিনার বলছেন, ‘‘আমি তখনই বিয়ে করব, যখন আমার দেশ, আফগানিস্তান আইসিসি বিশ্বকাপ জিতবে।’’ যার পরে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, রশিদের আদৌ বিয়ে হবে তো!
ইতিমধ্যেই দেশের হয়ে ৫০ ওভারের বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন রশিদ। এবং, ছাপও রেখে গিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে। এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন রশিদই।