উলট পুরাণ। কোনও অজি নন, স্লেজিং করছেন এক ভারতীয়। আর সেই ক্রিকেটারের নাম কি না রবিচন্দ্রন অশ্বিন!
এমনই ঘটনা ঘটেছিল ২০১৭ সালে। ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া। চার টেস্টের সিরিজের প্রথমটিতে পুণেয় ৩৩৩ রানের বিশাল ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। চার টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্টে বেঙ্গালুরুতে প্রচণ্ড চাপে ছিল ভারতীয় দল। সিরিজে সমতা ফেরানোর প্রবল তাগিদ থেকে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ম্যাট রেনশকে স্লেজিং করেছিলেন ভারতীয় অফস্পিনার। আর সেই ঘটনা উঠে এসেছে খোদ অশ্বিনেরই মুখে।
ইনস্টাগ্রামে চেতেশ্বর পূজারার সঙ্গে কথা বলার সময় অশ্বিন বলেছেন, “ওয়ার্নার ও রেনশকে ওভার দ্যা স্টাম্প বল করছিলাম। কিন্তু উইকেট আসছিল না। রেনশ একটা ব্যাঙ্গের হাসি দিয়ে বোঝাতে চাইল যে ওরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। হঠাৎ করেই রেগে গেলাম। আউট করতে না পারার হতাশা থেকেই রাগটা এসেছিল। আমি বলে উঠলাম, ‘তুমি আর ঠুকঠুক না করে কিছু রানের চেষ্টা করো। কারণ, তা না করলে চতুর্থ ইনিংসে তোমরা ১০০ রানও পার করতে পারবে না।’ কথাটা রেগেমেগেই বলে ফেলেছিলাম বটে, কিন্তু আসলে ঠিক এটাই ঘটেছিল।”