Advertisement
১৭ এপ্রিল ২০২৪

সিরিজ জিততে ঘূর্ণি পিচ চাই : মঞ্জরেকর

ঘরের মাঠে টেস্ট সিরিজ জিততে হলে টার্নিং উইকেটই বানাতে হবে ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের জন্য এমনই প্রেসক্রিপশন দিলেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। বুধবার ইডেনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘আমাদের দলের যেটা শক্তি সেটাই তো কাজে লাগানো উচিত। ঘরোয়া সিরিজে উইকেটও সে ভাবেই করা উচিত। যাতে আমাদের স্পিনাররা সাহায্য পায়। তাতে আমাদের সুবিধাই হবে। ঘরের মাঠে আমাদের দলেরই সুবিধা পাওয়া উচিত।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০৪:০৩
Share: Save:

ঘরের মাঠে টেস্ট সিরিজ জিততে হলে টার্নিং উইকেটই বানাতে হবে ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের জন্য এমনই প্রেসক্রিপশন দিলেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

বুধবার ইডেনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘আমাদের দলের যেটা শক্তি সেটাই তো কাজে লাগানো উচিত। ঘরোয়া সিরিজে উইকেটও সে ভাবেই করা উচিত। যাতে আমাদের স্পিনাররা সাহায্য পায়। তাতে আমাদের সুবিধাই হবে। ঘরের মাঠে আমাদের দলেরই সুবিধা পাওয়া উচিত।’’ প্রয়াত বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার স্মরণসভায় যোগ দিতে এ দিন মুম্বই থেকে উড়ে এসেছিলেন মঞ্জরেকর। স্মরণসভার পর সাংবাদিকদের তিনি আসন্ন টেস্ট সিরিজ নিয়ে বলেন, ‘‘আমার তো মনে হয় ভারতের এই সিরিজে ভালই খেলা উচিত। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা যদিও এক নম্বরে। তবে আমার বিশ্বাস, ভারতের এই দলটারও টেস্ট ক্রিকেটে এক নম্বর হওয়ার মতো রসদ রয়েছে।’’

কয়েক দিন আগেই মঞ্জরেকর বলেছিলেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রী জুটির অতি আগ্রাসন তাঁকে দুশ্চিন্তায় ফেলছে। এ দিন সেই প্রসঙ্গ অবশ্য এড়িয়ে যান মঞ্জরেকর। ব্যাটসম্যান কোহলির প্রশংসাও করেন। বলেন, ‘‘ক্লাস ইজ পার্মানেন্ট। বিরাট কোহলির মতো ব্যাটসম্যানরা তাই কখনও হারিয়ে যাবে না। আমরা যেমন সুনীল গাওস্করের জমানা দেখেছি, সচিন তেন্ডুলকরের জমানা দেখেছি, তেমনই এখন কোহলির জমানা দেখছি। হয়তো ওর সাম্প্রতিক পারফরম্যান্স তেমন ভাল নয়। কিন্তু কোহলির মতো ব্যাটসম্যানদের ফর্মে ফিরতে একটা ভাল ইনিংসই যথেষ্ট।’’ আর ক্যাপ্টেন কোহলি? মঞ্জরেকরের মতে, ‘‘সবে ক্যাপ্টেনশিপ শুরু করেছে ও। তবে শুরুতেই যথেষ্ট পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে ও।’’

দেশের মাঠে জয়ের চেয়ে বিদেশে গিয়ে টেস্ট জয়ের ধারাবাহিকতা ধরে রাখা বেশি জরুরি বলে মনে করেন মঞ্জরেকর। বলেন, ‘‘দেশের মাঠে সিরিজ জেতাটা অবশ্যই ভাল ব্যাপার। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে। কিন্তু বিদেশে গিয়ে জেতাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জিততে হবে ভারতকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sanjay Manjrekar Test cricket indian cricke
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE