Advertisement
২৪ এপ্রিল ২০২৪
UEFA Champions League

পিছিয়ে পড়েও চেলসির বিরুদ্ধে করিম বেঞ্জেমার গোলে ড্র করল রিয়াল মাদ্রিদ

অ্যাওয়ে গোল থাকার সুবাদে পরের পর্বে ঘরের মাঠে অনেক আত্মবিশ্বাসী হয়ে নামবে চেলসি।

গোলের পর উচ্ছ্বাস বেঞ্জেমার

গোলের পর উচ্ছ্বাস বেঞ্জেমার ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৪:৫০
Share: Save:

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে চেলসির বিরুদ্ধে ১-১ ড্র করল রিয়াল মাদ্রিদ। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে ১৪ মিনিটে এগিয়ে গিয়েছিল চেলসি। করিম বেঞ্জেমা আধ ঘণ্টার মাথায় সমতা ফেরান। তবে অ্যাওয়ে গোল থাকার সুবাদে পরের পর্বে ঘরের মাঠে অনেক আত্মবিশ্বাসী হয়ে নামবে চেলসি।

জিনেদিন জিদানের দল এ বার শুরু থেকেই চোট-আঘাতে বিপর্যস্ত। চলতি মরসুমে ৫০ বারেরও বেশি সময় চোট-আঘাতে ছিটকে গিয়েছেন তাঁর ফুটবলাররা। তা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল। লা লিগাতেও খেতাবের দৌড়ে রয়েছে।

মঙ্গলবার প্রথম থেকে দাপট দেখাচ্ছিল চেলসিই। মাদ্রিদের ব্যপক বৃষ্টিতে টমাস তুহেলের দল যোগ্য হিসেবেই এগিয়ে যায়। কিন্তু সমতা ফেরাতে সময় নেয়নি রিয়াল। চেলসি ফুটবলাররা তারপরেও একাধিক সুযোগ নষ্ট করেছেন। যা নিয়ে তুহেল বলেছেন, “দ্বিতীয়ার্ধে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আরও একটা গোল করা উচিত ছিল।” ম্যাচ ড্র হওয়ায় জিদানের বক্তব্য, “একদম সঠিক ফল। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভাল খেলেছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE