টেনিসে বিশ্ব র্যাঙ্কিংয়ে একজন রয়েছেন তৃতীয় স্থানে আর অপরজনের র্যাঙ্ক ১৯০। তবু, প্রথম গ্র্যান্ড স্লাম অভিষেকেই চমক দিলেন সুমিত নাগাল। ইউএস ওপেনে নেমে প্রথম সেটেই ৪-৬-এ হারিয়ে দেন হেভিওয়েট প্রতিপক্ষ রজার ফেডেরারকে। কিন্তু দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ান টেনিস কিংবদন্তী ফেডেরার, হার মানেন সুমিত। তবে ইউএস ওপেনে অভিষেক রূপকথার মত শুরু হল সুমিতের।
প্রথম সেটেই চেপে ধরেন টেনিস তারকা রজার ফেডেরারকে। প্রথম সেটের ফল দাঁড়ায় ৪-৬। কিন্তু দ্বিতীয় সেট থেকেই পাল্টা আক্রমণ শুরু করেন ফেডেরার। এরপর আর টিকে থাকতে পারেননি ২৫ বছরের তরুণ ভারতীয় টেনিস খেলোয়াড়। চতুর্থ সেটে ৬-৪ করে ম্যাচ তালুবন্দি করে নেন এই সুইস টেনিস তারকা। খেলার ফল দাঁড়ায় ৪-৬, ৬-১, ৬-২, ৬-৪।
আরও পড়ুন: এগোলেন নোভাক, হার প্রজ্ঞেশের
এর আগে ২০১৫ সালে উইম্বলডন বয়েজ ডাবলসের খেতাবও ছিনিয়ে নিয়েছিলেন সুমিত।