স্ট্রেট সেটে জিতে ডেভিস কাপ থেকে বিদায় নিলেন রোহন বোপান্না। ভারতও দ্বিতীয় বিশ্বগ্রুপ টাইয়ে মরক্কোকে ৪-১ হারিয়ে উঠল প্রথম বিশ্বগ্রুপের প্লে-অফে।
শনিবার লখনউয়ের মিনি স্টেডিয়ামে ফল ছিল ১-১। রবিবার ৪৩ বছরের বোপান্না নিজের ৩৩তম টাইয়ে নেমে য়ুকি ভামব্রির সঙ্গে জুটিতে ৬-২, ৬-১ হারান এলিয়ট বেনচেরিত ও ইয়োনেস লালামি লারৌসিকে। এর পরে সিঙ্গলসে সুমিত নাগাল ৬-৩, ৬-৩ ফলে হারান ইয়াসিন দিমিকে। এই জয় ভারতের টাই দখলের পথও পরিষ্কার করে দেয়। শেষে দিগ্বিজয় প্রতাপ সিংহ অভিষেক ম্যাচে ৬-১, ৫-৭, ১০-৬ ফলে আহৌদাকে হারান। বোপান্না বলেন, ‘‘অবসরের বড় কারণ চার বছরের মেয়ে রয়েছে। বাড়িতে আরও সময় কাটাতে চাই। ’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)