Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Rohan Bopanna

ফরাসি ওপেনে বাজিমাত! চতুর্থ ভারতীয় হিসেবে বোপান্নার গ্র্যান্ড স্ল্যাম

কেরিয়ারে প্রথমবারের জন্য গ্র্যান্ড স্লাম জিতলেন ভারতীয় টেনিস নক্ষত্র রোহন বোপান্না।

ফরাসি ওপেনে রোহান বোপান্না। ছবি: এএফপি

ফরাসি ওপেনে রোহান বোপান্না। ছবি: এএফপি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ১৭:৩১
Share: Save:

সোনার সময় অব্যাহত রোহন বোপন্নার। যার ফল প্রথমবারের জন্য গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ভারতীয় টেনিস নক্ষত্র রোহন। ফরাসি ওপেনের মিক্সড ডবলসের ফাইনালে কানাডিয়ান তারকা গেব্রিয়েলা ডাবরস্কিকে সঙ্গে নিয়ে রোঁলা গারোয় বোপন্না হারালেন জার্মান-কলম্বিয়ান জুটিকে। এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতার পরিচয় দিতে থাকে ইন্দো-কানাডিয়ান জুটি। আন্না-লিনা-গ্রোনিফিল্ড এবং রর্বাট ফারার মতো বিশ্ব টেনিসের অন্যতম সেরা তারকাদের বৃহস্পতিবারের রোঁলা গারোয় কার্যত দাঁড়াতেই দেননি রোহনরা।

তবে, এই ম্যাচের শুরুতে ছবিটা কিন্তু মোটেও ইন্দো-কানাডিয়ান জুটির পক্ষে ছিল না। স্নায়ুর চাপ নিয়ন্ত্রণে না রাখতে পারার কারণে ফাইনাল ম্যাচের প্রথম সেটেই ২-৬ ব্যবধানে হেরে বসে বোপন্না-গেব্রিয়ালা জুটি। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি রোহনদের। দ্বিতীয় সেটে জার্মান-কলম্বিয়ান জুটিকে কার্যত হেলায় হারিয়ে ম্যাচে ফিরে আসে বোপান্না-গেব্রিয়ালা জুটি। খেলার ফল ছিল ৬-২। এর পরই তৃতীয় সেটের লড়াইয়ে জমে ওঠে রোলাঁ গারোয়। তৃতীয় তথা নির্ধারিত সেটে জমে ওঠে মিক্সড ডবলসের ফাইনাল ম্যাচ। কার্যত লড়াই করে অবশেষে ১২-১০ ব্যবধানে জয় ছিনিয়ে আনে রোহনরা।

আরও পড়ুন: প্রকট হল লিঙ্গ বৈষম্য, বিশ্বের ১০০ সর্বোচ্চ আয়ের অ্যাথলিটের তালিকায় একমাত্র মহিলা সেরেনা

কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে স্বভাবতই উচ্ছ্বসিত রোহন বোপান্না। উল্লেখ্য বিগত সাত বছরে এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছন রোহন। আর তাতেই বাজিমাত। কিংবদন্তী লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি এবং সানিয়া মির্জার পর চতুর্থ ভারতীয় হিসেবে গ্রান্ড স্ল্যাম জিতলেন রোহন বোপান্না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE