Advertisement
E-Paper

টি২০তে ১৫০০ রানের সামনে রোহিত

এই মুহূর্তে আন্তর্জাতিক টি২০-তে রোহিতের দখলে রয়েছে ১ হাজার ৪৮৫ রান। আর মাত্র ১৫ রান করলেই তিনি পৌঁছে যাবেন ১৫০০ রানে। তা হলে বিরাট কোহালির পর তিনিই হবেন দ্বিতীয় ভারতীয় যাঁর ব্যাট থেকে আসবে ১৫০০ রান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ১৭:৪২
রোহিত শর্মা। ছবি: এএফপি।

রোহিত শর্মা। ছবি: এএফপি।

দ্বিতীয় ভারতীয় হিসেবে টি২০তে রেকর্ডের সামনে রোহিত শর্মা। ওয়ান ডেতে তৃতীয় ডবল সেঞ্চুরিটি করে রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছিলেন তিনি। এ বার টি২০তে ১৫০০ রানের সামনে দাঁড়িয়ে রোহিত। এই মুহূর্তে অধিনায়কের দায়িত্বও তাঁরই কাধে। সেই দায়িত্ব নিয়েই মোহালিতে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। এ বার টি২০তেও নতুন কিছু করার অপেক্ষায়।

এই মুহূর্তে আন্তর্জাতিক টি২০-তে রোহিতের দখলে রয়েছে ১ হাজার ৪৮৫ রান। আর মাত্র ১৫ রান করলেই তিনি পৌঁছে যাবেন ১৫০০ রানে। তা হলে বিরাট কোহালির পর তিনিই হবেন দ্বিতীয় ভারতীয় যাঁর ব্যাট থেকে আসবে ১৫০০ রান।

রোহিত ৬৮টি টি২০ ম্যাচ খেলেছেন। গড় ৩০.৩০। স্ট্রাইক রেট ১২৯.৯২। একটি সেঞ্চুরিও রয়েছে সঙ্গে ১২টি হাফ সেঞ্চুরি। টি২০র ইতিহাসে তা হলে তিনি হবেন ১৪তম ক্রিকেটার, যাঁর ঝুলিতে আসবে ১৫০০ রান। কোহালির রান ১ হাজার ৯৫৬। গড় ৫২.৮৬। কোহালির দখলে রয়েছে ১৮টি হাফ সেঞ্চুরি। কিন্তু কোনও সেঞ্চুরি নেই।

এই তালিকায় অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছেন কোহালি। শীর্ষে ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর মোট রান ২ হাজার ১৪০।

আরও পড়ুন

বিরাটই টিম ইন্ডিয়ার বস, আমি সহকারি: রবি শাস্ত্রী

আইপিএল-এর নিলাম ২৭-২৮ জানুয়ারি

(রোহিত শর্মার ১৫০০ রানের জায়গায় ১৫ হাজার লেখা হয়েছিল। তার জন্য আমরা দুঃখিত।)

Cricket Cricketer Rohit Sharma Virat Kohli T20 রোহিত শর্মা বিরাট কোহালি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy