Advertisement
E-Paper

রোহিতের ব্যর্থতার দিনে ফিরছেন সাউদি

ফিরোজ শাহ কোটলায় ব্যাটসম্যানদের স্বর্গে প্রায় সব ব্যাটসম্যানের ব্যাটে রান উঠলেও রান পেলেন না রোহিত শর্মা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০১
সেঞ্চুরি করে সূর্য। ছবি: পিটিআই।

সেঞ্চুরি করে সূর্য। ছবি: পিটিআই।

ফিরোজ শাহ কোটলায় ব্যাটসম্যানদের স্বর্গে প্রায় সব ব্যাটসম্যানের ব্যাটে রান উঠলেও রান পেলেন না রোহিত শর্মা। সূর্যকুমার যাদবের ১০৩, কৌস্তুভ পওয়ারের ১০০, সিদ্ধেশ লাডের অপরাজিত ৮৬ ও আরমান জাফরের ৬৯-এর আড়ালে ঢাকা পড়ে গেল রোহিতের ১৮। টেস্ট দলে থাকলেও তাঁর এই পারফরম্যান্সের পর কানপুরে প্রথম এগারোয় তাঁর থাকার সম্ভাবনা বেশ কমে গেল বলা যায়। মুম্বই ব্যাটসম্যানদের হাতে নিউজিল্যান্ড বোলারদের মার খাওয়ার দিনে কেন উইলিয়ামসনদের শিবিরে আবার এক দুর্ঘটনার আগমন। নেটে চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন টিমের সবচেয়ে অভিজ্ঞ পেসার টিম সাউদি।

নিউজিল্যান্ডের ৩২৪-এর পাল্টা মুম্বই দিল ৪৩১-৫ তুলে। কিউয়িদের চেয়ে ১০৭ রানে এগিয়ে তারা। কোটলার পাটা উইকেটে এ দিন প্রচুর ঘাম ঝরিয়েও যে বিপক্ষকে প্রচুর রান তুলতে দিলেন দলের বোলাররা, তা নিয়ে নিউজিল্যান্ডের বোলিং অলরাউন্ডার ডাগ ব্রেসওয়েল বললেন, ‘‘ওরা (মুম্বই) সত্যিই ভাল ব্যাট করেছে। সারা দিন ওরা আমাদের চাপে রেখেছিল।’’ প্রথম ওভারেই ট্রেন্ট বোল্ট ওপেনার জয় বিস্তাকে ফিরিয়ে দিলেও ওয়াসিম জাফরের ভাগ্নে আরমান ও ২৬ বছর বয়সি পওয়ারের ১০৭ রানের পার্টনারশিপ কিউয়ি বোলারদের বেশ চাপে ফেলে দেয়। এই চাপটা সারা দিন ধরেই রেখেছিল মুম্বই।

কোটলার পাটা ও কঠিন উইকেটে এ দিন স্পিনাররাও সুবিধা করতে পারেননি। ব্রেসওয়েলই কারণটা জানালেন, ‘‘উইকেটে ফাটল ধরা বা ভাঙা কোনওটাই হয়নি। তাই স্পিনাররা সুবিধা পায়নি।’’ ফাস্ট বোলারদের জন্যও তেমন কিছু ছিল না এই উইকেটে। তা জানিয়ে ব্রেসওয়েল বলেন, ‘‘পেস, বাউন্স কোনওটাই ছিল না। তাই আমরা এখানে মূলত ব্যাটিং প্র্যাকটিসটাই করলাম।’’

ভারতে পাঁচশোতম টেস্টের জন্য হোটেলে বিশেষ কেক কাটলেন বিরাট কোহালি। শনিবার কানপুরে। ছবি: টুইটার।

এ দিন অনুশীলনে বল করার সময় বাঁ-গোড়ালিতে ব্যথা অনুভব করেন সাতাশ বছরের পেসার সাউদি। স্ক্যানে দেখা যায় গোড়ালির লিগামেন্টে চোট আছে। চিকিৎসার জন্য দেশে ফিরে যাচ্ছেন একশো সাতাত্তর টেস্ট উইকেটের মালিক। টিম ম্যানেজমেন্টের আশা এক দিনের সিরিজে হয়তো পাওয়া যাবে সাউদিকে। সাউদির বদলি চার টেস্ট খেলা ম্যাট হেনরি।

এ দিকে শনিবার দফায় দফায় কানপুরে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। টিম হোটেলে ঢুকে ক্যাপ্টেন বিরাট কোহালি ৫০০ টেস্ট উপলক্ষ্যে তৈরি কেকও কাটেন। হোটেলের লবিতে রবিচন্দ্রন অশ্বিনের জন্মদিনও সেলিব্রেট করেন তাঁর সতীর্থরা। রবিবার থেকেই প্র্যাকটিসে নেমে পড়ছে ভারতীয় দল।

suryakumar yadav Rohit Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy