Advertisement
১৮ মে ২০২৪
Rohit Sharma

‘বুদ্ধি খরচ করো’, নবদীপের ওপর বিরক্ত রোহিতের ভিডিয়ো ভাইরাল

সাইনির বলের গতি মুগ্ধ করেছিল প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডারকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে সে ভাবে দাগ কাটতে পারেননি তরুণ পেসার।

রোহিত শর্মা। নবদীপকে নিয়ে অসন্তুষ্ট তিনি।

রোহিত শর্মা। নবদীপকে নিয়ে অসন্তুষ্ট তিনি।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৭
Share: Save:

টি টোয়েন্টি সিরিজের বল গড়ানোর আগে ভারতীয় পেসার নবদীপ সাইনির প্রশংসা করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ল্যান্স ক্লুজনার।

সাইনির বলের গতি মুগ্ধ করেছিল প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডারকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে সে ভাবে দাগ কাটতে পারেননি তরুণ পেসার। উল্টে খারাপ বল করায় রোহিতের লাল চোখের সামনে পড়তে হয় তাঁকে।

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সাইনির বোলিং দেখে শান্ত স্বভাবের রোহিত শর্মাও অসন্তোষ প্রকাশ করেন। তখন অবশ্য মাঠে ছিলেন না বিরাট কোহালি। নেতৃত্বে তখন রোহিত।

আরও পড়ুন- কোথায় সমস্যা ঋষভ পন্থের, চিনিয়ে দিলেন কপিল

আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বাউন্স পক্ষে যেতে পারে কুলদীপের

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১২ তম ওভারের ঘটনা। তেম্বা বাভুমা নবদীপের ওভারে পর পর দুটো বলে চার মারেন। সাইনি ঠিক জায়গায় বল ফেলছিলেন না। লেগ সাইডে ফুলটস বল দিয়েছিলেন ভারতের এই ফাস্ট বোলার। বাভুমা খুব সহজেই সেই ডেলিভারি বাউন্ডারিতে পাঠিয়ে দেন। নবদীপ সাইনির বোলিং করার ধরন দেখে রোহিতের মুখে বিরক্তি ধরা পড়ে। ক্যামেরায় ধরা পড়ে, ভারতের সহ অধিনায়ক নবদীপের উদ্দেশে ইশারা করে বলছেন, বুদ্ধি খরচ করো। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে ভাইরালও হয়।

ধর্মশালায় অনুষ্ঠিত টি টোয়েন্টি ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির জন্য। মোহালিতে জেতে ভারত। বেঙ্গালুরুর টি টোয়েন্টি জিতে সমতা ফিরিয়ে আনে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ভারত প্রথমে ব্যাটিং নিয়েছিল বেঙ্গালুরুতে। হতশ্রী ব্যাটিং করে ভারতীয় দল ২০ ওভারে করে ১৩৪ রান। ভারতীয় ওপেনার শিখর ধবন সর্বোচ্চ ৩৬ রান করেন। বাকিরা রানই পাননি। ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৬.৫ ওভারে ম্যাচ জিতে নেয়। সাইনি দু’ওভারে খরচ করেন ২৫ রান দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Navdeep Saini Cricket Rohit Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE