Advertisement
০৭ মে ২০২৪
Rohit Sharma

ট্রেনিংয়ে নেমে পড়লেন রোহিত, বোলিং শুরু করেছেন ইশান্তও

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় চোট পান রোহিত।

রোহিত শর্মা। ছবি: রয়টার্স

রোহিত শর্মা। ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৮:৩৫
Share: Save:

বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে ট্রেনিং শুরু করলেন রোহিত শর্মা। আইপিএল-এর পর বিরাট কোহালিরা অস্ট্রেলিয়া উড়ে গেলেও রোহিত ফিরে এসেছিলেন দেশে। বেঙ্গালুরুতে চোট সারিয়ে ১০০ শতাংশ ফিট হয়ে টেস্ট সিরিজে যোগ দেওয়ার কথা তাঁর।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় চোট পান রোহিত। খেলতে পারেননি ৪টি ম্যাচ। আইপিএল ফাইনালে হাফ সেঞ্চুরি করে দলকে জেতালেও রোহিত পুরো সুস্থ ছিলেন না বলেই জানিয়েছিলেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই চোট সারাতেই আপাতত তিনি বেঙ্গালুরুতে।

টেস্ট দলে রোহিতের সতীর্থ ইশান্ত শর্মাও রয়েছেন জাতীয় একাডেমিতে। বুধবার তিনি একাডেমির প্রধান রাহুল দ্রাবিড় এবং শীর্ষ নির্বাচক সুনীল যোশির সামনে বল করেন। রোহিত এবং ইশান্ত এক সঙ্গেই উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে ১৪ দিন কোয়ারান্টিনে কাটিয়ে নেমে পড়বেন টেস্ট খেলতে।

আরও পড়ুন: কোহালি ছাড়াও ভারতীয় দল বিপজ্জনক, বলছেন প্রাক্তন পাক অধিনায়ক

আরও পড়ুন: বিরাটের অনুপস্থিতি বড় সুযোগ দেবে রাহুলকে, মত হরভজনের​

ভারতীয় টেস্ট দলে প্রথম ম্যাচের পর থাকবেন না বিরাট কোহালি। সেই সময় রোহিতের কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব। ইশান্তের কাঁধেও দায়িত্ব থাকবে অস্ট্রেলিয়ার পিচে বাড়তি বাউন্স আদায় করে বিপক্ষকে বিপদে ফেলার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rohit Sharma Ishant Sharma NCA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE