Advertisement
১৬ এপ্রিল ২০২৪

এখনও পুরো ফিট নন রোহিত, পরীক্ষা আবার বার্মিংহামে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচের আগের দিন প্র্যাকটিসে রোহিতকে বেশ অস্বস্তিতে থাকতে দেখা গিয়েছিল। তিনি ভাল করে দৌড়তে পারছিলেন না।

সুমিত ঘোষ
লন্ডন শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ০৪:২০
Share: Save:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে দিলেও রোহিত শর্মাকে নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। তাঁর চোটের দিকে নিয়মিত ভাবে নজর রাখা হচ্ছে।

এ বি ডিভিলিয়ার্সদের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচের আগের দিন প্র্যাকটিসে রোহিতকে বেশ অস্বস্তিতে থাকতে দেখা গিয়েছিল। তিনি ভাল করে দৌড়তে পারছিলেন না। ওপেনার হলেও নেটে ব্যাট করতে ঢোকেন অনেক পরের দিকে।

রবিবার ওভালে রোহিত খেলেন এবং ওপেনও করেন। কিন্তু টিম সূত্রে সোমবার নিশ্চিত হওয়া গিয়েছে যে, তিনি একশো শতাংশ ফিট নন। ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টকে মুম্বই ওপেনার জানিয়েছেন, তিনি ডান ঊরুর পিছন দিকটাতে ব্যথা অনুভব করছেন। ডান ঊরুতেই অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সেই কারণেই বেশি করে সাবধানতা নেওয়ার কথা উঠছে।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে নেটে দীর্ঘক্ষণ ব্যাট করিয়ে তৈরি রাখা হয়েছিল দীনেশ কার্তিক-কে। যদি কোনও কারণে রোহিত না খেলতে পারতেন তা হলে কার্তিক হতেন তাঁর পরিবর্ত। বার্মিংহামেও একই জিনিস চলবে বলে মনে হয়। নেটে ব্যাট করিয়ে তৈরি রাখা হবে কার্তিক-কে। কিন্তু রোহিত যদি আশি শতাংশ ফিটও থাকেন, তিনিই খেলবেন। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে যেখানে তাঁর রেকর্ড খুব ভাল। ২০১৫ বিশ্বকাপের সেই বিতর্কিত ম্যাচে সেঞ্চুরি করে ভারতের জয়ের নায়ক ছিলেন তিনি।

সাধারণত এ ধরনের ফিটনেস সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ম্যাচের দিন সকালে। রোহিতের ক্ষেত্রে অবশ্য দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের সন্ধেতেই ঠিক হয় যে, তাঁকে খেলানোর চেষ্টাই হবে। যেহেতু রোহিত নিজে দাবি করেন, তিনি পুরো সুস্থ না হলেও খেলে দিতে পারবেন। কিন্তু খেলে দিলেও আগের দিন মর্নি মর্কেলদের বিরুদ্ধে ২০ বলে ১২ করে আউট হয়ে যান রোহিত। তিনি পুরোপুরি স্বচ্ছন্দে আছেন কি না, সেই প্রশ্ন থাকছে। তাঁর ফিটনেসের অবস্থা তাই দৈনন্দিন ভাবে যাচাই হচ্ছে।

আরও পড়ুন: সম্মানজনক বিদায় এখন কুম্বলের হাতে

সোমবার ভারতীয় দল লন্ডনেই ছিল। সন্ধেবেলায় গোটা দলের আমন্ত্রণ ছিল ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান হল লর্ডসের লং রুমে। লর্ডসে এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ নেই। লন্ডনে ফাইনাল-সহ সব ম্যাচই ওভালে। যেখানে রবিবার দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে উঠল ভারত।

কোহালিরা বার্মিংহাম যাচ্ছেন আজ, মঙ্গলবার। প্র্যাকটিস থেকে ছুটি থাকলেও রোহিতকে কিন্তু ফিজিওর কাছে যেতে হয়েছে। এর আগে চোট নিয়ে খেলা চালাতে গিয়ে ঊরুর অবস্থা আর খারাপ হয়ে গিয়েছিল তাঁর। অস্ত্রোপচার করাতে বাধ্য হন। আইপিএলের ঠিক আগে চোট সারিয়ে ফিরেছিলেন তিনি। তবে রোহিতকে নিয়ে উদ্বেগ বাড়ল কি না, সেটা জানা যাবে বার্মিংহামে পৌঁছে। প্রথম প্র্যাকটিস সেশনেই ফের তাঁর ফিটনেস যাচাই করা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE