Advertisement
১৯ মে ২০২৪
Cricket

সেরা পুলারের তালিকায় নেই রোহিত! আইসিসিকে টুইটে খোঁচা হিটম্যানের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভিভ রিচার্ডস, রিকি পন্টিং, বিরাট কোহালি ও হার্শেল গিবস— এই চার ক্রিকেটারের ছবি পোস্ট করেছে টুইটারে। প্রত্যেকেই পুল মারার ভঙ্গিতে রয়েছেন। কিন্তু নেই রোহিতের ছবি।

পুল মারতে দক্ষ রোহিত। ছবি— রয়টার্স।

পুল মারতে দক্ষ রোহিত। ছবি— রয়টার্স।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ মার্চ ২০২০ ১৭:০২
Share: Save:

শর্ট বল খুব ভাল খেলতে পারেন রোহিত শর্মা। পুল মারতে দক্ষ ‘হিটম্যান’। বিশ্বের অন্যতম সেরা পুলার হলেও আইসিসি তাদের তালিকায় রাখেনি রোহিতকে। তার জন্য আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থাকে খোঁচা দিতেও ছাড়েননি রোহিত।

করোনাভাইরাসের আক্রমণে স্থগিত হয়ে গিয়েছে সব মেগা টুর্নামেন্ট। বন্ধ হয়ে গিয়েছে ক্রিকেটও। এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভিভ রিচার্ডস, রিকি পন্টিং, বিরাট কোহালি ও হার্শেল গিবস— এই চার ক্রিকেটারের ছবি পোস্ট করেছে টুইটারে। প্রত্যেকেই পুল মারার ভঙ্গিতে রয়েছেন। তার পরে ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছে আইসিসি, সবচেয়ে ভাল পুল মারেন কে?

যে চার বিখ্যাত ব্যাটসম্যানের ছবি পোস্ট করেছে আইসিসি, তাঁদের দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই। কিন্তু এখনকার ক্রিকেটে রোহিতও দুর্দান্ত পুল মারতে পারেন। মুম্বইকর নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়।

আরও পড়ুন: মেয়ের সঙ্গে ক্রিকেট খেলছেন গৃহবন্দি রোহিত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

বিপজ্জনক বোলারের শর্ট বল অনায়াসে তুলে ফেলতে পারেন গ্যালারিতে। অথচ তাঁকেই তালিকায় না রাখায় আইসিসি-কে খোঁচা দিয়ে রোহিত রিটুইট করেন, ‘‘এই তালিকায় কিন্তু নেই এক জন। আমার মনে হয়, ঘরে বসে কাজ করা খুব সহজ ব্যাপার নয়।”

আইসিসি-র এই পোস্ট দেখে অনেক ভক্তই প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বিরাট কোহালির থেকে রোহিত শর্মাকে এগিয়ে রেখেছেন। তবে বেশির ভাগ ক্রিকেটপ্রেমীরই মত, রিকি পন্টিং সব চেয়ে ভাল পুল মারতে পারেন।

আরও পড়ুন: পাওয়ার হিটার থেকে মহিলা দলের কোচ, যৌন হেনস্থায় চাকরি গেল প্রাক্তন এই ক্রিকেটারের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rohit Sharma ICC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE