Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cricket

বিশাখাপত্তনমে সেঞ্চুরি করে সৌরভ-ওয়ার্নারকে ছুঁলেন রোহিত

চলতি বছরে দারুণ ছন্দে রয়েছেন রোহিত শর্মা। বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় করেছিলেন প্রথম সেঞ্চুরি।

বিশাখাপত্তনমে মারমুখী মেজাজে রোহিত। ছবি— পিটিআই।

বিশাখাপত্তনমে মারমুখী মেজাজে রোহিত। ছবি— পিটিআই।

সংবাদ সংস্থা
বিশাখাপত্তনম শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৭
Share: Save:

এক ক্যালেন্ডার বছরে সাতটি সেঞ্চুরি করলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। বুধবার বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৯ রানের ইনিংস খেলেন তিনি।

এই ইনিংস খেলার পথে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডেভিড ওয়ার্নারকে ছুঁলেন ‘হিটম্যান’। ২০০০ সালে সৌরভ সাত-সাতটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এক ক্যালেন্ডার ইয়ারে।

২০১৬ সালে অস্ট্রেলিয়ান বাঁ হাতি ওপেনার ওয়ার্নারও সাতটি সেঞ্চুরি করেছিলেন। ওয়ানডেতে ২৮টি শতরানের মালিক রোহিত। চলতি বছরে দারুণ ছন্দে রয়েছেন মুম্বইকর। অস্ট্রেলিয়ার মাটিতে ১৩৩ রানের ইনিংস খেলে বছর শুরু করেন রোহিত।

বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তার পরে বিশাখাপত্তনমে এদিন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। এক ক্যালেন্ডার ইয়ারে সব চেয়ে বেশি সেঞ্চুরি করার নজির রয়েছে ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডুলকরের। এ দিন রোহিতের ১৫৯ রানের ইনিংসে সাজানো ছিল পাঁচটি ছক্কা ও ১৭টি চার।

পাঁচটি ছক্কা হাঁকানোর ফলে চলতি বছরে ‘হিটম্যান’-এর মারা ছক্কার সংখ্যা দাঁড়ায় ৭৭। এখনও পর্যন্ত এক বছরে তিনিই সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন। ছক্কা মারতে দক্ষ তিনি। ২০১৭ সালে ৬৫টি ছক্কা মেরেছিলেন রোহিত। ২০১৮ সালে মেরেছিলেন ৭৪টি ওভার বাউন্ডারি। চলতি বছরেও রোহিতের ছক্কা-বৃষ্টি অব্যাহত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rohit Sharma David Warner Sourav Ganguly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE