রিয়াল মাদ্রিদের গত মরসুমের শেষটা যেমন তাঁর গোলে হয়েছিল, নতুন মরসুমের শুরুটাও হল একই ভাবে। যার জেরে গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর মঙ্গলবার নতুন মরসুমের প্রথম দিনই গ্যারেথ বেলের শহরেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাস্তানি দেখল গোটা বিশ্ব। ক্লাবের জার্সিতে ফিরতেই জোড়া গোলে উয়েফা সুপার কাপ জেতা পারফরম্যান্সে সমর্থকদের আশ্বস্ত করলেন পর্তুগিজ মহাতারকা। মরসুম নতুন কিন্তু সিআর সেভেন আছেন একই রকম বিধ্বংসী মেজাজে।
গ্যালাকটিকোস জার্সিতে ঝলসে ওঠা রোনাল্ডোকে দেখে কে বলবে মাসখানেক আগেই বিশ্বকাপে তাঁকে কী ভাবে কটাক্ষের শিকার হতে হয়েছিল। পারফরম্যান্স, ফিটনেস নিয়ে টানা সমালোচনা তো ছিলই, তার উপর পর্তুগালের গ্রুপ লিগেই ছিটকে পড়ার দায় পড়েছিল অধিনায়ক রোনাল্ডোর ঘাড়েই।
কার্ডিফের মায়াবী রাতে সিআর সেভেনের পায়ের জাদুতে সে সব মুছে গেল ঠিকই কিন্তু ম্যাচের পর আবার তাঁর চোট নিয়ে তৈরি হল আশঙ্কা। সতীর্থদের সঙ্গে কাপ জেতার সেলিব্রেশনে রোনাল্ডোকে ম্যাচের পরপরই হাঁটুতে ‘আইস-প্যাক’ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। যে চোটে (টেন্ডিনোসিস) দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। বিশ্বকাপে তাঁর ‘ব্রাজিলে বদনাম’ হওয়ার পিছনেও এই চোটকেই অনেকে দায়ী করেছেন। তাই কার্ডিফে ম্যাচের পরই আশঙ্কা তৈরি হয়, রোনাল্ডোর চোটটা ফের মাথাচাড়া দিল না তো?