শততম টেস্টে ১০ উইকেট জয়। ওয়েলিংটন টেস্ট স্মরণীয় হয়ে রইল রস টেলরদের কাছে। টেস্ট জয়ের মুহূর্ত তাঁরা উদযাপন করলেন ওয়াইনের বোতল সহযোগে।
বিরাট কোহালির দলকে হারিয়ে নিউজিল্যান্ড তাদের শততম টেস্ট জিতল সোমবার। ক্রিকেটবিশ্বে সপ্তম দল হিসেবে এই নজির গড়ল ব্ল্যাক ক্যাপসরা। টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ওয়াইনের ১০০ বোতল দিয়েছিল রস টেলরকে। তাঁর আগে বিশ্বের কোনও ক্রিকেটার তিন ফরম্যাটেই ১০০ ম্যাচ খেলেননি। রস টেলর তাই ওয়েলিংটনে রেকর্ড গড়লেন। যদিও শততম টেস্টে তাঁর ব্যাটে বড় রান আসেনি। চার নম্বরে নেমে ৪৪ রানে থেমে যায় তাঁর ইনিংস।
আরও পড়ুন: ভারতের হারে হতাশ ভক্তরা ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়