Advertisement
০৬ মে ২০২৪
Vitalia Diatchenko

দু’টি বিমানে উঠতে দেওয়া হল না, রাত কাটল বেঞ্চে, দেওয়া হল না খাবার! হেনস্থা খেলোয়াড়কে

খেলতে গিয়ে অমানবিকতার শিকার হলেন এক খেলোয়াড়। তাঁকে দু’টি সংস্থা বিমানে উঠতেই দিল না। বাধ্য হয়ে রাত কাটাতে হল বিমানবন্দরের বেঞ্চে।

airport

মিশরের কাইরো থেকে পোল্যান্ডের একটি সংস্থার বিমান ধরে কর্সিকাতে খেলতে যাওয়ার কথা ছিল ওই খেলোয়াড়ের। — ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ২১:৪৯
Share: Save:

টেনিস খেলতে গিয়ে অমানবিকতার শিকার হলেন রাশিয়ার এক খেলোয়াড়। তাঁকে দু’টি সংস্থা বিমানে উঠতেই দিল না। বাধ্য হয়ে রাত কাটাতে হল বিমানবন্দরের বেঞ্চে। এমনকি তাঁর সঙ্গে তৃতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই খেলোয়াড়। গোটা ঘটনার বর্ণনা লিখেছেন টুইটারে।

ভিটালিয়া দিয়াতচেঙ্কো নামে রাশিয়ার ওই খেলোয়াড়ের দাবি, মিশরের কাইরো থেকে পোল্যান্ডের একটি সংস্থার বিমান ধরে কর্সিকাতে খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু রাশিয়ার পাসপোর্ট থাকার কারণে তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। এমনকি, ডব্লিউটিএ, আইটিএফের চিঠি থাকা সত্ত্বেও তা পাত্তা দেওয়া হয়নি।

পাশাপাশি ভিটালিয়ার দাবি, তাঁর বাবা আদতে ইউক্রেনের এবং রাষ্ট্রপুঞ্জের হয়ে কাজ করেছেন। কূটনৈতিক পাসপোর্ট রয়েছে এমন ব্যক্তিদের বিমানে উঠতে দেওয়ার নিয়ম রয়েছে। সেই নিয়ম মানা হয়নি। পোল্যান্ডের লোট এয়ারলাইন্স ছাড়াও ভিটালিয়াকে টিকিট দেয়নি জার্মানির লুফৎহানসা। ফলে ১৮ ঘণ্টা বিমানবন্দরে কাটিয়েছেন ভিটালিয়া। বেঞ্চে শুতে হয়েছে। কোনও খাবার ছিল না। বিমানবন্দর থেকে বেরনোর অনুমতিও ছিল না।

ভিটালিয়ার প্রশ্ন, একজন টেনিস খেলোয়াড় যে নিজের পতাকা এবং দেশ ছাড়াই নিরপেক্ষ ভাবে আন্তর্জাতিক টেনিস খেলছে তাঁকে এ ভাবে বঞ্চিত করা হচ্ছে কেন? এ বিষয়ে কোনও পক্ষেরই উত্তর মেলেনি। তবে বাকি খেলাগুলির থেকে টেনিস ব্যতিক্রম। এখানে রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের কোনও পতাকা ছাড়া খেলতে দেওয়া হয়েছে। বাকি খেলাগুলির মতো এই দুই দেশের খেলোয়াড়দের পুরোপুরি নির্বাসন করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tennis Airline
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE