Advertisement
E-Paper

খেলার মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন সচিন!

ফুল বা কার্ড দিয়ে প্রেমিকাকে প্রোপোজ করেছেন? অথবা আয়োজনে ছিল ক্যান্ডেল লাইট ডিনার, এনগেজমেন্ট রিং? ধুর…। আপনি তো এখনও ব্যাকডেটেড। যতই ইউনিক আইডিয়া আপনার মাথায় থাকুক না কেন, সেরা প্রোপোজাল টেকনিকটা বোধহয় প্রয়োগ করে ফেললেন সচিন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ১৪:১৪
ওই ভিডিওর একটি অংশে সচিন ও আন্না।

ওই ভিডিওর একটি অংশে সচিন ও আন্না।

ফুল বা কার্ড দিয়ে প্রেমিকাকে প্রোপোজ করেছেন? অথবা আয়োজনে ছিল ক্যান্ডেল লাইট ডিনার, এনগেজমেন্ট রিং? ধুর…। আপনি তো এখনও ব্যাকডেটেড। যতই ইউনিক আইডিয়া আপনার মাথায় থাকুক না কেন, সেরা প্রোপোজাল টেকনিকটা বোধহয় প্রয়োগ করে ফেললেন সচিন বেবি। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ক্রিকেটার বিয়ে করছেন আগামী ৫ জানুয়ারি। সেই খবর জানাতে এবং প্রেমিকা আন্না ক্যান্ডিকে প্রোপোজ করার জন্য তিনি বেছে নিয়েছেন খেলার মাঠ। সচিনের সেই ইউনিক প্রোপোজালের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন, সিন্ধু হারলেও ওর স্ম্যাশ ভোলার নয়

ভিডিওতে দেখা যাচ্ছে, আরসিবি-র জার্সি পরে ব্যাট করতে নামছেন সচিন। দর্শকবিহীন গ্যালারি। মাঠে একজনই বোলার। আরসিবির জার্সি তাঁরও গায়ে। পিচে যাওয়ার আগে চোখাচোখি হল বোলারের সঙ্গে। আরে ইনিই তো আন্না! আন্নার প্রথম বলে সচিনের লেগস্টাপ উড়ে গেল। তখন আন্নার মুখে বিজয়ীর হাসি। তাঁর সামনে এসে হাঁটু গেড়ে বসলেন সচিন। তৈরি হল এক অসামান্য মুহূর্ত। কিছুটা যেন বলিউডি স্টাইলেই জানানো হল বিয়ের খবর।

ইউটিউবের ট্রেন্ডিং ভিডিও লিস্টে আপাতত প্রথম দিকেই রয়েছে এটি। বিরাট কোহলি-অনুষ্কা শর্মার এনগেজমেন্ট জল্পনা নিয়ে সরগরম ছিল ক্রিকেট মহল। কিন্তু প্রোপোজাল ভিডিও দিয়ে যাবতীয় স্পটলাইট নিজের দিকে টেনে নিলেন সচিন।

Sachin Baby Royal Challengers Bangalore Anna Chandy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy