Advertisement
E-Paper

ফুটওয়ার্ক নিয়ে রাহানেকে টিপস সচিনের

বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের নেটে হঠাৎ দেখা দু’জনের। একজন কিংবদন্তি, অন্য জনকে ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে উজ্জ্বল প্রতিভা বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সচিন তেন্ডুলকর ও অজিঙ্ক রাহানে। এই দু’জন মুখোমুখি হলে ক্রিকেট নিয়ে আলোচনা হবে না, তাই আবার হয়? ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অন্যতম সফল ব্যাটসম্যান যাতে আসন্ন ঘরোয়া সিরিজেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, মঙ্গলবার এই মিনিট পনেরোর সেশন সেই জন্যই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৫
মাস্টারক্লাস। ছবি: পিটিআই

মাস্টারক্লাস। ছবি: পিটিআই

বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের নেটে হঠাৎ দেখা দু’জনের। একজন কিংবদন্তি, অন্য জনকে ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে উজ্জ্বল প্রতিভা বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সচিন তেন্ডুলকর ও অজিঙ্ক রাহানে।

এই দু’জন মুখোমুখি হলে ক্রিকেট নিয়ে আলোচনা হবে না, তাই আবার হয়? ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অন্যতম সফল ব্যাটসম্যান যাতে আসন্ন ঘরোয়া সিরিজেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, মঙ্গলবার এই মিনিট পনেরোর সেশন সেই জন্যই। যার সাক্ষী রইলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে রাহানের কোচ প্রবীণ আমরে। তাঁর একদা সতীর্থ সচিনের সঙ্গে রাহানের হঠাৎ দেখা আমরের সৌজন্যেই। যার পর মুম্বই থেকে মঙ্গলবার সন্ধ্যায় ফোনে রাহানে আনন্দবাজারকে বললেন, “সচিন স্যরের কাছ থেকে টিপস নেওয়ার জন্য মুখিয়ে থাকি। আজ তো মেঘ না চাইতেই জল। প্র্যাকটিসে আসার সময় ভাবিইনি, দিনটা এত ভাল যাবে।”

সচিন কী টিপস দিলেন, তা ফাঁস করতে রাজি নন রাহানে। হেসে বলে দিলেন, “আর কিছুই বলা যাবে না। বারণ আছে।” তবে আমরে জানালেন, মূলত ফুটওয়ার্ক নিয়েই বেশি আলোচনা হয়েছে রাহানে ও সচিনের। মুম্বই থেকে আমরে বললেন, “বিকেসি-তে (বান্দ্রা-কুরলা কমপ্লেক্স) গত এক সপ্তাহ ধরে আমাদের (মুম্বই) ক্যাম্প চলছে। আজ ক্যাম্পে হঠাৎ সচিন হাজির। ওকে ধরে নিয়ে এলাম অজিঙ্কর কাছে। অজিঙ্ক প্র্যাকটিস করছে শুনে সচিন এক ডাকে চলে এল। অনেক বিষয়েই কথা হয়েছে। তবে সচিন মূলত অজিঙ্ক-র ফুটওয়ার্ক নিয়েই পরামর্শ দিল।”

এই সেশনের পর কি তা হলে রাহানের ফুটওয়ার্কে বদল আসছে? জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া আমরের সাফ জবাব, “কেন বদল হবে? অজিঙ্কর ফুটওয়ার্ক নিয়ে তো কোনও সমস্যা নেই। ওর ফুটওয়ার্ক কী ভাবে আরও নিখুঁত করা যায়, সেই রাস্তাই বাতলে দিল সচিন। নিজের ফুটওয়ার্ক কী রকম ছিল, সেটাই দেখিয়ে দিল সচিন। এ বার অজিঙ্ক কী ভাবে তা নেবে, ওর ব্যাপার।”

footwork sachin tendulkar tips rahane cricket sports news online sports news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy