তিনি মাঠে নামলেই গ্যালারি জুড়ে একটাই ধ্বনী শোনা যেত, ‘সচিন-সচিন’। এ ভাবেই গম গম করত গ্যালারি। একা সময় তো এমন হয়ে গিয়েছিল যে সচিনের নাম একবার কেউ উচ্চারন করত না। সচিনের নাম মানেই ‘সচিন-সচিন’। সুরে সুরে, তালে তালেই সচিন বন্দনা চলত ভক্তকূলের মধ্যে। কিন্তু সমর্থকরা এই নাম দেননি তাঁকে। বরং দিয়েছিলেন সচিনের মা। সচিন বলেন, ‘‘আসলে এটা আমার মা শুরু করেছিল। আমি বার বার নিচে নেমে যেতাম খেলতে। আর ততবার আমাকে ডেকে আনতে হত বাড়িতে। তখন মা আমাকে এ ভাবেই ডাকত।’’
আরও খবর: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রেখে দেওয়া হল বাঙ্গার, শ্রীধরকে
A trip down memory lane. Nostalgia hits! #SachinSachin
— Sachin Tendulkar (@sachin_rt) May 9, 2017
Thank you all for such love & support! #SachinABillionDreams https://t.co/eUgTektiDH