Advertisement
০১ মে ২০২৪
Sports News

দ্বিতীয় গ্রাম দত্তক নিলেন সচিন

আবারও একটি নতুন গ্রামকে দত্তক নিলেন সচিন তেন্ডুলকর। অন্ধ্রপ্রদেশের পুট্টামরাজু কানদ্রিগা গ্রামকে দত্তক নিয়েছিলেন আগেই। তার পর অনেক কিছুই বদলেছে সেই গ্রামের। এ বার নিলেন মহারাষ্ট্রের ওসমানাবাদের দোনজা গ্রামকে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩০
Share: Save:

আবারও একটি নতুন গ্রামকে দত্তক নিলেন সচিন তেন্ডুলকর। অন্ধ্রপ্রদেশের পুট্টামরাজু কানদ্রিগা গ্রামকে দত্তক নিয়েছিলেন আগেই। তার পর অনেক কিছুই বদলেছে সেই গ্রামের। এ বার নিলেন মহারাষ্ট্রের ওসমানাবাদের দোনজা গ্রামকে। সংসদ আদর্শ গ্রাম যোজনার অন্তর্গত এই প্রকল্পের অধিনে গ্রামটি দত্তক নিলেন তিনি। তাঁর এমপি কোটার লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে এই গ্রামের উন্নতিতে চার কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এই টাকা গ্রামের স্কুল বাড়ি, জলের ব্যবস্থা, পাকা রাস্তা, নিকাশি ব্যবস্থার উন্নতিতে কাজে লাগানো হবে। সচিন দত্তক নেওয়ার সঙ্গে সঙ্গেই যাবতীয় সব পরিকল্পনা সারা হয়ে গিয়েছে। স্থানীয় জেলা পরিষদের নির্বাচনের পরেই শুরু হবে কাজ।

আরও খবর: আইপিএল নিলামে ৩৫১জন ক্রিকেটার

ডোনজাকে সচিন তাঁর দ্বিতীয় দত্তক গ্রাম হিসেবে ঘোষণা করেছেন। গ্রামের উন্নতিতে আগেও সেখানকার মহিলাদের কাজে লাগানোর কথা বলেছিলেন সচিন। এ বারও তার অন্যথা হয়নি। গত কয়েক বছর ধরে মহারাষ্ট্র জুড়েই জল সঙ্কট দেখা দিয়েছে। যে কারণে গত বছরের আইপিএল-এর খেলাও মুম্বই পুণেতে করা সম্ভব হয়নি। এই গ্রামও তার ব্যাতিক্রম নয়। সবার আগে সচিনের লক্ষ্য গ্রামের জল সমস্যা মেটানো। এ ছাড়া এই গ্রামের স্কুল বাড়িটি ৭০ বছরের পুরনো। সচিন এই গ্রাম দত্তক নিয়েছেন খবর ছড়িয়ে পড়তেই গ্রামে উৎসবের আবহ। সচিনকে দেখার অপেক্ষায় পুরো গ্রাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sachin Tendulkar Village Adopt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE