সান্তাক্লজ সেজে বড়দিনের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় মুহুর্তে তা ভাইরাল হল।
শুক্রবার এক ভিডিয়ো পোস্ট করেছেন সচিন। সেখানে তাঁকে দেখা গিয়েছে সান্তার পোশাকে। ভিডিয়ো পোস্ট করে সচিন লিখেছেন, ‘সবাইকে মেরি ক্রিসমাস! বড়দিন মানেই একসঙ্গে হওয়া এবং কিছু দেওয়া। আমাদের আশপাশে থাকা মানুষদের কাছে এটাকে স্পেশাল করে তুলুন, তা সে যত সামান্য উপায়েই হোক না কেন’।
একা সচিন নন, ক্রিকেটারদের মধ্যে বড়দিনের শুভেচ্ছা পাঠিয়েছেন বিরাট কোহালিও।