Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sachin Tendulkar

‘আমাদের হৃদয়ে আপনি চিরকাল থাকবেন’, গুরুকে স্মরণ সচিনের

শুধু সচিন-কাম্বলিই নন, আচরেকরের শিষ্যদের মধ্যে রয়েছেন প্রবীণ আমরেও। দাদরের শিবাজি পার্কে ক্রিকেট শেখাতেন আচরেকর। তাঁর সঙ্গে সম্পর্ক অটুট ছিল সচিনের।

কোচের সঙ্গে সচিন। ছবি টুইটার থেকে নেওয়া।

কোচের সঙ্গে সচিন। ছবি টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২০ ১৬:৪৫
Share: Save:

ঠিক এক বছর আগে প্রয়াত হয়েছেন রমাকান্ত আচরেকর। ২০১৯ সালের ২ জানুয়ারি বয়সজনিত সমস্যায় নিজের বাড়িতে মৃত্যু হয়েছিল তাঁর। বৃহস্পতিবার তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর। পোস্ট করলেন দু’জনের একসঙ্গে ফোটো।

পুরনো সেই সাদাকালো ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন গুরু-শিষ্য— আচরেকর ও সচিন। ছবিতে দেখা যাচ্ছে সচিনের হাতে রয়েছে বল। লিটল চ্যাম্পিয়ন লিখেছেন, “আমাদের হৃদয়ে আপনি চিরকাল থাকবেন আচরেকর স্যার।”

আচরেকরের আর এক ছাত্র বিনোদ কাম্বলিও পোস্ট করেছেন গুরুর সঙ্গে ছবি। লিখেছেন, “কোনও মেন্টরই আপনার মতো অসাধারণ হতে পারেন না। কারণ, আপনি শুধু ক্রিকেটই শেখাননি। জীবনের শিক্ষাতেও শিক্ষিত করেছেন। আপনাকে খুব মিস করি।”

শুধু সচিন-কাম্বলিই নন, আচরেকরের শিষ্যদের মধ্যে রয়েছেন প্রবীণ আমরেও। দাদরের শিবাজি পার্কে ক্রিকেট শেখাতেন আচরেকর। তাঁর সঙ্গে সম্পর্ক অটুট ছিল সচিনের। আচরেকরের শেষকৃত্যেও এসেছিলেন সচিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE