কোচের সঙ্গে সচিন। ছবি টুইটার থেকে নেওয়া।
ঠিক এক বছর আগে প্রয়াত হয়েছেন রমাকান্ত আচরেকর। ২০১৯ সালের ২ জানুয়ারি বয়সজনিত সমস্যায় নিজের বাড়িতে মৃত্যু হয়েছিল তাঁর। বৃহস্পতিবার তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর। পোস্ট করলেন দু’জনের একসঙ্গে ফোটো।
পুরনো সেই সাদাকালো ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন গুরু-শিষ্য— আচরেকর ও সচিন। ছবিতে দেখা যাচ্ছে সচিনের হাতে রয়েছে বল। লিটল চ্যাম্পিয়ন লিখেছেন, “আমাদের হৃদয়ে আপনি চিরকাল থাকবেন আচরেকর স্যার।”
আচরেকরের আর এক ছাত্র বিনোদ কাম্বলিও পোস্ট করেছেন গুরুর সঙ্গে ছবি। লিখেছেন, “কোনও মেন্টরই আপনার মতো অসাধারণ হতে পারেন না। কারণ, আপনি শুধু ক্রিকেটই শেখাননি। জীবনের শিক্ষাতেও শিক্ষিত করেছেন। আপনাকে খুব মিস করি।”
শুধু সচিন-কাম্বলিই নন, আচরেকরের শিষ্যদের মধ্যে রয়েছেন প্রবীণ আমরেও। দাদরের শিবাজি পার্কে ক্রিকেট শেখাতেন আচরেকর। তাঁর সঙ্গে সম্পর্ক অটুট ছিল সচিনের। আচরেকরের শেষকৃত্যেও এসেছিলেন সচিন।
तुमच्या आठवणी आमच्या मनात सदैव राहतील, आचरेकर सर.
— Sachin Tendulkar (@sachin_rt) January 2, 2020
You will continue to remain in our hearts, Achrekar Sir! pic.twitter.com/IFN0Z6EtAz
No Mentor can ever be as incredible as you are because you did not only teach me to play cricket 🏏 in the best way possible but you also taught me real life lessons.
— Vinod Kambli (@vinodkambli349) January 2, 2020
I miss you a lot, Achrekar Sir! pic.twitter.com/UVXKhZZEUo
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy