Advertisement
E-Paper

জন্মদিনে সহবাগকে সচিনের উল্টো শুভেচ্ছা

৩৯ বছরে পা দেওয়া সহবাগকে শুভেচ্ছার তালিকায় যেমন ছিলেন তাঁর ফ্যানরা তেমনই ক্রিকেটাররাও। সে ইশান্ত শর্মা হোক বা অজিঙ্ক রাহানে। জমিয়ে দিলেন অবশ্য সচিন তেন্ডুলকর। শুভেচ্ছার বার্তা পোস্ট করেছেন তাঁর আর সহবাগের একটি উচ্ছ্বাসের ছবি দিয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ১৪:২৯
বীরেন্দ্র সহবাগ। —ফাইল চিত্র।

বীরেন্দ্র সহবাগ। —ফাইল চিত্র।

ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ যতটা বিখ্যাত ছিলেন খেলে এই মুহূর্তে ততটাই খ্যাত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে মন্তব্য দিয়ে। বিশেষ করে সতীর্থদের জন্মদিনের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ে শুভেচ্ছা জানানোর নতুন নতুন পরিকল্পনার জন্যও এই মুহূর্তে তিনি শীর্ষে। সকলেই আতঙ্কে থাকেন সহবাগের থেকে শুভেচ্ছাটা ঠিক কী ভাবে আসবে। কিন্তু এ বার নিজের তৈরি করা পরিকল্পনার জালেই জড়ালেন স্বয়ং বীরু। জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন ঠিকই কিন্তু পাল্টাও দিলেন কেউ কেউ তাঁর দেখানো পথেই।

আরও পড়ুন

সহবাগের ‘নজর’ লেগে আউট ডেভিলিয়ার্স!

রাঁধুনিকেও সঙ্গে নিয়ে এল লিঙ্কনরা

৩৯ বছরে পা দেওয়া সহবাগকে শুভেচ্ছার তালিকায় যেমন ছিলেন তাঁর ফ্যানরা তেমনই ক্রিকেটাররাও। সে ইশান্ত শর্মা হোক বা অজিঙ্ক রাহানে। জমিয়ে দিয়েছেন সচিন তেন্ডুলকর। শুভেচ্ছার বার্তা পোস্ট করেছেন তাঁর আর সহবাগের একটি উচ্ছ্বাসের ছবি দিয়ে। কিন্তু বার্তাটি পোস্ট করেছেন উল্টো করে। সেখানে তিনি লিখেছেন, ‘‘আমি যাই বলি না কেন তুমি সব সময় তার উল্টোটা করতে। এ বার আমার তরফ থেকে।’’

দেখুন টুইট

দেখুন টুইট ! ! ǝɯ ɯɹɟ ǝ ǝɹǝɥ ˙😜ןǝıɟ ʎ ןʇ ǝʌɐɥ ı ʇɐɥʍ ɟ ɐʇן ǝ ʎɐʍןɐ ǝʌʎ ˙ɹɐǝʎ ʍǝ ǝɥʇ ʇ ʇɹɐʇ ʇɐǝɹƃ ɐ ǝʌɐɥ ¡ɹıʌ 'ʎɐɥʇɹı ʎɐɥ (_)

দেখুন টুইট ! ! (_)

দেখুন টুইট

দেখুন টুইট ! ! ǝɯ ɯɹɟ ǝ ǝɹǝɥ ˙😜ןǝıɟ ʎ ןʇ ǝʌɐɥ ı ʇɐɥʍ ɟ ɐʇן ǝ ʎɐʍןɐ ǝʌʎ ˙ɹɐǝʎ ʍǝ ǝɥʇ ʇ ʇɹɐʇ ʇɐǝɹƃ ɐ ǝʌɐɥ ¡ɹıʌ 'ʎɐɥʇɹı ʎɐɥ (_)

দেখুন টুইট

দেখুন টুইট ! ! ǝɯ ɯɹɟ ǝ ǝɹǝɥ ˙😜ןǝıɟ ʎ ןʇ ǝʌɐɥ ı ʇɐɥʍ ɟ ɐʇן ǝ ʎɐʍןɐ ǝʌʎ ˙ɹɐǝʎ ʍǝ ǝɥʇ ʇ ʇɹɐʇ ʇɐǝɹƃ ɐ ǝʌɐɥ ¡ɹıʌ 'ʎɐɥʇɹı ʎɐɥ (_)

Cricket Cricketer Virender Sehwag Sachin tendulkar বীরেন্দ্র সহবাগ সচিন তেন্ডুলকর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy