Advertisement
২০ মে ২০২৪
SAI

Shooting: বছরে মেয়েদের ৪টি জাতীয় স্তরের শ্যুটিং প্রতিযোগিতার ঘোষণা সাই-এর

শ্যুটিংয়ে মেয়েদের এগিয়ে আসার বার্তা শোনা গেল অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের গলাতেও। কোভিডের পরে যে ভাবে অল্প বয়সী মেয়েরা শ্যুটিংয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছে তাতে আশাবাদী তিনি। রবিবারের প্রতিযোগিতাতেও দেখা গেল ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে পুরস্কার জিতলেন মেয়েরা। 

মেয়েদের শ্যুটিংয়ের জন্য বড় ঘোষণা

মেয়েদের শ্যুটিংয়ের জন্য বড় ঘোষণা ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪১
Share: Save:

শ্যুটিংয়ে যাতে মেয়েরা আরও বেশি এগিয়ে আসেন তার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)। প্রতি বছর শুধু মাত্র মেয়েদের জন্য ৪টি জাতীয় স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেছে তারা।

রবিবার হাওড়ার শ্যুটিং স্পোর্টস ক্লাবে শেষ হল শান্ত কর্মকার পিস্তল ওপেন টুর্নামেন্ট। সেখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের যুগ্মসচিব রীতেশ চক্রবর্তী। প্রতিযোগিতা শেষে রীতেশ বলেন, ‘‘একটা সময় ছিল যখন বাংলায় মহিলা শ্যুটার দেখাই যেত না। কিন্তু সেই সময়টা বদলেছে। এখন বাংলায় শ্যুটিংয়ের সব ইভেন্ট মিলিয়ে পুরুষ প্রতিযোগী ও মহিলা প্রতিযোগীর অনুপাত ৬০:৪০। সেটা আগামী দিনে আমরা সমান সমান করার লক্ষ্য নিয়েছি।’’

এই প্রসঙ্গেই সাই-এর ঘোষণার কথা জানান রীতেশ। তিনি বলেন, ‘‘দেশে মহিলা শ্যুটার তুলে আনার পরিকল্পনা রয়েছে সাই-এর। তার জন্য তারা ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়াকে প্রতি বছর শুধু মাত্র মেয়েদের চারটি জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজন করার দায়িত্ব দিয়েছে। এই প্রতিযোগিতায় তারা যে স্কোর করবে সেটা ট্রায়ালের সমান মর্যাদা পাবে।’’

শ্যুটিংয়ে মেয়েদের এগিয়ে আসার বার্তা শোনা গেল অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের গলাতেও। কোভিডের পরে যে ভাবে অল্প বয়সী মেয়েরা শ্যুটিংয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছে তাতে আশাবাদী তিনি। রবিবারের প্রতিযোগিতাতেও দেখা গেল ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে পুরস্কার জিতলেন মেয়েরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SAI shooting Joydeep Karmakar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE