Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সাইনার বিদায়, স্বপ্নভঙ্গ লিন ডানের

পুরুষদের সিঙ্গলসে সাইনার স্বামী ও ব্যক্তিগত কোচ পারুপাল্লি কাশ্যপ সহজেই প্রথম রাউন্ডে হারিয়ে দিয়েছেন তাইল্যান্ডের সিত্থিকম থামাসিনকে।

সাইনা নেহওয়াল।

সাইনা নেহওয়াল।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ০৪:৩৮
Share: Save:

চিন ওপেনেও ছন্দে ফিরতে পারলেন না সাইনা নেহওয়াল। আগের দিন পি ভি সিন্ধু ছিটকে গিয়েছিলেন। বুধবার সাইনাও প্রথম রাউন্ডে হারলেন স্থানীয় তারকা কাই ইয়ান ইয়ানের বিরুদ্ধে। বিশ্বের ন’নম্বর মাত্র ২৪ মিনিটেই হার স্বীকার করতে বাধ্য হন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২২ নম্বরে থাকা চিনা খেলোয়াড়ের কাছে। জানুয়ারিতে ইন্দোনেশিয়া মাস্টার্স জয়ের পর থেকে ফিটনেস নিয়ে সমস্যায় আছেন সাইনা। এর আগে টানা তিনটি প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পরে ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন সাইনা।

যদিও পুরুষদের সিঙ্গলসে সাইনার স্বামী ও ব্যক্তিগত কোচ পারুপাল্লি কাশ্যপ সহজেই প্রথম রাউন্ডে হারিয়ে দিয়েছেন তাইল্যান্ডের সিত্থিকম থামাসিনকে। কাশ্যপের পক্ষে ফল ২১-১৪, ২১-৩। তবে দ্বিতীয় রাউন্ডে কঠিন লড়াই অপেক্ষা করছে কাশ্যপের জন্য। তাঁকে মুখোমুখি হতে হবে সপ্তম বাছাই ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বি সাই প্রণীতও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তিনি হারান ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোকে ১৫-২১, ২১-১২, ২১-১০ ফলে। দ্বিতীয় রাউন্ডে প্রণীতের প্রতিপক্ষ চতুর্থ বাছাই ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টোনসেন।

শুধু ভারতীয় তারকারাই নয়, দু’বারের অলিম্পিক্স সোনা জয়ী চিনের কিংবদন্তি লিন ডানও প্রথম রাউন্ডে হারেন। তাঁকে ছিটকে দেন সতীর্থ চেন লং। ফলে লিন ডানের তৃতীয় অলিম্পিক্স সোনা জেতার স্বপ্ন ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ২১-১৯ প্রথম গেম জিতলেও পরের দু’গেমে ঘুরে দাঁড়িয়ে চেন জেতেন ২১-১২, ২১-১২। ফলে চলতি মরসুমে আটটি প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন লিন ডান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Badminton Saina Nehwal China Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE