Advertisement
০৫ মে ২০২৪

অল ইংল্যান্ডে শেষ আটে সাইনা-সিন্ধু

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় ব্যাডমিন্টন কন্যার দাপট অব্যহত— সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধু। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে প্রথমে সিন্ধু হারান ইন্দোনেশিয়ার দিনার আয়ুস্টিনকে। ফল ২১-১২, ২১-৪।

লড়াই: কোয়ার্টার ফাইনালে ওঠার পথে সাইনা নেহওয়াল। ছবি: টুইটার।

লড়াই: কোয়ার্টার ফাইনালে ওঠার পথে সাইনা নেহওয়াল। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০৩:৪৬
Share: Save:

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় ব্যাডমিন্টন কন্যার দাপট অব্যহত— সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধু।

বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে প্রথমে সিন্ধু হারান ইন্দোনেশিয়ার দিনার আয়ুস্টিনকে। ফল ২১-১২, ২১-৪। সাইনাও সহজেই জেতেন বাছাই পর্ব পেরিয়ে আসা জার্মানির ফাবিয়েন দেপ্রেজের বিরুদ্ধে ২১-১৮, ২১-১০।

তবে হেরে গিয়েছেন পুরুষদের সিঙ্গলসে এইচএস প্রণয়। সপ্তম বাছাই চিনের তিয়ান হুয়েইয়ের বিরুদ্ধে ১৩-২১, ৫-২১ হারেন প্রণয়। মিক্সড ডাবলসেও প্রণব চোপড়া ও সিকি রেড্ডির জুটি ছিটকে যায়। তবে ভারতীয় সমর্থকদের আশা এখনও জিইয়ে রেখেছেন সাইনা ও সিন্ধু।

অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধু তো এ দিন প্রায় দাঁড়াতেই দেননি বিশ্বের ৩৯ নম্বর আয়ুস্টিনকে। প্রথম গেম থেকেই সিন্ধু আক্রমণাত্মক ছিলেন। টানা আগ্রাসী শটের দাপট সামলাতে পারেননি ইন্দোনেশিয়ার খেলোয়াড়। প্রথম গেমে ১২-৩ এগিয়ে যাওয়ার পর একপেশে ম্যাচ মাত্র তিরিশ মিনিটে সিন্ধুর দখল করতে তাই সমস্যা হয়নি।

দাপট: আধ ঘণ্টায় কোয়ার্টার ফাইনালে সিন্ধু। —ফাইল চিত্র।

তবে সাইনার জন্য বৃহস্পতিবার প্রথম গেম জেতা অতটা সহজ হয়নি। অবশ্য প্রথমে ৫-৪ এগিয়ে গিয়েছিলেন সাইনা। ম্যাচ যত এগোয় তত ছন্দে চলে আসেন সাইনা। এক সময় তিনি এগিয়ে যান ১২-৮। জার্মান প্রতিদ্বন্দ্বী এই সময় পাল্টা আক্রমণ করে ১২-১২ নিয়ে যান। একটু পরে সেটা দাঁড়ায় ১৭-১৭। তবে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী নিজের অভিজ্ঞতার জোরে এর পরে টানা তিনটে পয়েন্ট জিতে গেম দখল করেন। দ্বিতীয় গেমে অবশ্য শুরু থেকেই এগিয়ে যান সাইনা। ১১-৬ এগিয়ে যান বিরতিতে। এর পর আর বেশি সময় লাগেনি সাইনার কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE