Advertisement
২০ এপ্রিল ২০২৪

আই লিগ থেকে নাম তুলে নিল সালগাওকর-স্পোর্টিং

জোড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল। অবনমনে চলে যাওয়া ডেম্পো যখন উঠে এল আই লিগে ঠিক তখনই আই লিগ থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করে দিল গোয়ার দুই ক্লাব সালগাওকর ও স্পোর্টিং ক্লুব দি গোয়া।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুন ২০১৬ ০৩:৪৬
Share: Save:

জোড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল। অবনমনে চলে যাওয়া ডেম্পো যখন উঠে এল আই লিগে ঠিক তখনই আই লিগ থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করে দিল গোয়ার দুই ক্লাব সালগাওকর ও স্পোর্টিং ক্লুব দি গোয়া। আইএসএল-এর বাজারে যেভাবে আই লিগের ক্লাবগুলো হারিয়ে যাচ্ছে তাতে নতুন করে ভাবার সময় এসেছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের। কিন্তু তারা কতটা ভাবতে রাজি সেটাই বড় প্রশ্ন। আইএসএলকে তুলে আনতে কী ভাবে শেষ করে দেওয়া হচ্ছে ভারতীয় ফুটবলকে সেটাই বুঝিয়ে দিয়েছে এই দুই ক্লাবের নাম তুলে নেওয়া।

গত মিটিংয়ে ফেডারেশনের বার্তা সঠিকভাবে নেয়নি কোনও আই লিগ ক্লাবই। যে কারণেই এই সিদ্ধান্ত। গোয়ার দুই ক্লাব যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, ১৭ মে-র মিটিংয়ে এআইএফএফ যা বলেছিল তাতে আইএসএল দেশের এক নম্বর টুর্নামেন্ট হবে, দ্বিতীয় আই লিগ। আইএসএল-এ খেলতে হলে কোটি কোটি টাকা দিতে হবে ক্লাবগুলোকে। যেখানে কোনও অবনমন থাকবে না ফ্র্যাঞ্চাইজিগুলোর। এরকমই আরও বেশ কিছু বিষয়কে সামনে রেখে এআইএফএফকে একহাত নিয়েই সরে দাঁড়াল দুই ক্লাব।

সালগাওকর ও স্পোর্টিংয়ের আই লিগ থেকে সরে দাঁড়ানোর খবরে রীতিমতো স্তম্ভিত এআইএফএফ। ফেডারেশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই সিদ্ধান্তে তারা অবাক। ফেডারেশনের সচিব কুশল দাস বলেন, ‘‘আমরা যা বলেছিলাম সেটা ভবিষ্যতে ক্লাবগুলোর উন্নতি ও টিকে থাকার জন্য। যেটার ভুল ব্যাখ্যা করা হচ্ছে কয়েকটি ক্লাবের পক্ষ থেকে।’’

আরও খবর

ফুটসল লিগ খেলতে ভারতে আসছেন পল স্কোলস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE