ভারতের টেনিস দলের মধ্যে প্রথম রিওতে পা রাখলেন সানিয়া মির্জা। মেয়েদের ডাবলসে বিশ্বের এক নম্বর তারকা সোমবার গেমস ভিলেজে পৌঁছন। টরন্টোয় পেশাদার ট্যুরের টুর্নামেন্ট খেলে উঠে। তবে রেকর্ড সংখ্যক সপ্তম অলিম্পিক্স খেলা লিয়েন্ডার পেজ গেমসের দু’দিন আগেও রিও পৌঁছননি। তাঁকে সোমবারও আমেরিকায় ওয়ার্ল্ড টিম টেনিসে ওয়াশিংটন ক্যাসেলসের হয়ে মিক্সড ডাবলস খেলতে দেখা গিয়েছে। বিলি জিন কিং আয়োজিত এই প্রদর্শনী টেনিসে এ বারও মিক্সড ডাবলসে লিয়েন্ডারের সঙ্গী মার্টিনা হিঙ্গিস। এ দিনও ওয়াশিংটন ক্যাসেলসের খেলা আছে। কিন্তু লিয়েন্ডারকে নিয়ে ব্রাজিল মিডিয়ার বাড়তি আকর্ষণ তিনি অলিম্পিক্সে পৌঁছনোর আগেই দেখা যাচ্ছে। ‘ও গ্লোবো’-র মতো ব্রাজিলের প্রধান দৈনিক এ দিন লিয়েন্ডারকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। বোল্ট, ফেল্পস, নাদাল এমনকী তাদের নিজেদের নেইমারকে ছেড়ে!