Advertisement
১৯ মে ২০২৪

ফাইনালে মুখোমুখি লিয়েন্ডার-সানিয়ারা

মিক্সড ডাবলসে এ বারের ফরাসি ওপেন খেতাব ভারতীয় খেলোয়াড়ের হাতে ওঠা নিশ্চিত হয়ে গেল। বৃহস্পতিবার লিয়েন্ডার ও মার্টিনা হিঙ্গিস সেমিফাইনালে হারালেন চেক-ফরাসি জুটিকে।

আর এক ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। বৃহস্পতিবার রোলাঁ গারোতে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে লিয়েন্ডার।

আর এক ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। বৃহস্পতিবার রোলাঁ গারোতে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে লিয়েন্ডার।

শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০৩:২৫
Share: Save:

মিক্সড ডাবলসে এ বারের ফরাসি ওপেন খেতাব ভারতীয় খেলোয়াড়ের হাতে ওঠা নিশ্চিত হয়ে গেল। বৃহস্পতিবার লিয়েন্ডার ও মার্টিনা হিঙ্গিস সেমিফাইনালে হারালেন চেক-ফরাসি জুটিকে। তার ঠিক পরপরই দ্বিতীয় বাছাই সানিয়া তাঁর ক্রোয়েশিয়ার পার্টনার ইভান ডডিগকে নিয়ে হারালেন ফরাসি জুটিকে। দুই ভারতীয়ই একই দিনে জিতলেন দুটি ম্যাচ।

ফাইনালে জিতলে লিয়েন্ডারের ডাবল কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম হবে। কারণ লিয়েন্ডার এর আগে পুরুষ ডাবলসে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও কেবল ফরাসি ওপেনে মিক্সড ডাবলস জেতেননি। সানিয়া অবশ্য মহেশ ভূপতিকে নিয়ে রোলাঁ গারোতে মিক্সড ডাবলস চ্যাম্পিয়নের নজির গড়েছেন চার বছর আগে। এদের পাশাপাশি সেমিফাইনালে উঠলেন দুই শীর্ষ বাছাই জকোভিচ ও সেরিনা। দু’জনেই আর দু’টো ম্যাচ জিতলে ভিন্ন মাইলফলক গড়বেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leander Paes Sania Mirza French Open 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE