Advertisement
E-Paper

নতুন বছরে ঘুমনোর কী ‘রেজলিউশন’ নিলেন সানিয়া?

ছেলে ইজহানের সঙ্গে নিজের ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তিনি। সম্প্রতি ছেলের সঙ্গে মায়ের ছবিতে দেখা মিলল সানিয়ার স্বামী পাক ক্রিকেটার শোয়েব মালিককেও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ২০:৫০
ছবি: ইনস্টাগ্রাম

ছবি: ইনস্টাগ্রাম

মাস তিনেকের ছোট্ট ইজহানকে নিয়ে নতুন বছরের শুরুটা যথেষ্ট উপভোগ করছেন টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানের সঙ্গে নিজের ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তিনি। সম্প্রতি ছেলের সঙ্গে মায়ের ছবিতে দেখা মিলল সানিয়ার স্বামী পাক ক্রিকেটার শোয়েব মালিককেও।

সন্তান হওয়ার পরে তার দিকে নজর দিতে গিয়ে বেশির ভাগ বাবা-মায়েরই ঘুম নষ্ট হয়! ব্যতিক্রম নন সানিয়াও। সানিয়ার ছেলের কারণে তাঁর ঘুমে যে যথেষ্ট ব্যঘাত ঘটছে তা বোঝা যাচ্ছে সানিয়ার ছবির সঙ্গে লেখা ক্যাপশন দেখেই। সানিয়ার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে যে, দিব্যি চোখ মেলে শুয়ে আছে ছোট্ট ইজহান। পাশে ঘুমিয়ে কাদা তার বাবা শোয়েব।

এই ছবি পোস্ট করে মজার ছলে সানিয়া লিখেছেন যে, নতুন বছরে তিনি বাচ্চাদের মতো ঘুমোতে চান না। ইঙ্গিত তাঁর ছেলের দিকেই। বরং স্বামী শোয়েব মালিকের মতো ঘুমই যে তাঁর কাম্য, তাও পরিষ্কার করে লিখেছেন তিনি।

This past year I have so much to be thankful for 🙌🏽 my greatest gift Izhaan ❤️ Ps- this coming year I don’t wanna sleep like a baby - just want to sleep like @realshoaibmalik 🙄😂🤷🏽‍♀️😒

A post shared by Sania Mirza (@mirzasaniar) on

একই সঙ্গে সানিয়া লিখেছেন যে, ফেলে আসা বছরটাও রীতিমতো স্মরণীয় ছিল তাঁর কাছে। কারন ওই বছরেই জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে ছেলেকে পেয়েছেন তিনি।

আরও পড়ুন: গোটা দুনিয়া দেখল সানিয়া পুত্রের হাসি মুখের ছবি!

আরও পড়ুন: ‘ওর জন্য বাড়ি থেকে দূরে থাকা মুশকিল’, কার জন্য এমন কথা বললেন সানিয়া মির্জা?

Sania Mirza Shoaib Malik Izhaan Cricket Tennis Star Kid
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy