বিতর্ক শেষ হচ্ছে না ইউএস ওপেনে। রোজই আপত্তিকর কিছু না কিছু ঘটছে। এ বার স্টেফানো চিচিপাসের বাবা ছেলের ম্যাচ চলাকালীন কোর্টের বাইরে থেকে কোচিং করিয়ে সতর্কিত হলেন। টেনিসে এটি নিয়মবহির্ভূত।
তৃতীয় রাউন্ডের ম্যাচে পাঁচ সেট লড়াই করেও জিততে পারলেন না ২৬তম বাছাই চিচিপাস। গ্রিসের খেলোয়াড়কে ৪ ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে ৭-৬ (৭-৫), ১-৬, ৪-৬, ৬-৩, ৭-৫ ব্যবধানে হারালেন বিশ্বের ৫৬ নম্বর জার্মানির ড্যানিয়েল অল্টমায়ার। এই ম্যাচে চিচিপাসের বাবা অ্যাপসতোলসকে দেখা যায় চেঁচিয়ে ছেলেকে নানা পরামর্শ দিচ্ছেন। টেনিসে এরকম করা যায় না। তাঁকে সতর্ক করে দেওয়া হয়।
প্রত্যাশা মতোই ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন আলেকজান্ডার জ়েরেভ, অ্যালেক্স ডি মিনাউর, আন্দ্রে রুবলেভ, লরেঞ্জো মুসেত্তি, কোকো গফ, নেয়োমি ওসাকার মতো বাছাই খেলোয়াড়েরা। মহিলাদের ডবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ভেনাস উইলিয়ামস।
দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে জয় পেলেন পুরুষ সিঙ্গলসের তৃতীয় বাছাই জ়েরেভ। জার্মান তারকা ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারালেন ব্রিটেনের জ্যাকব ফিয়ার্নলেকে। সমস্যায় পড়তে হয়নি অষ্টম বাছাই মিনাউরকেও। অস্ট্রেলীয় তারকা ৬-২, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন জাপানের অবাছাই খেলোয়াড় শিনতারো মোচিজ়ুকিকে। দশম বাছাই ইটালির মুসেত্তিও সহজ জয় পেয়েছেন। ৬-৪, ৬-০, ৬-২ গেমে তিনি হারিয়েছেন বেলজিয়ামের ডেভিড গফিনকে।
১৫তম বাছাই রুবলেভকে অবশ্য কিছুটা লড়াই করতে হয়েছে দ্বিতীয় রাউন্ডে। তাঁর প্রতিপক্ষ ছিলেন বিশ্বের ১১৩ নম্বর আমেরিকার ট্রিস্টান বয়ের। ২৪ বছরের বয়ের ২ ঘণ্টা ৫৫ মিনিট লড়াই করছেন রুশ খেলোয়াড়ের বিরুদ্ধে। শেষ পর্যন্ত রুবলেভ জিতলেন ৬-৩, ৬-৩, ৫-৭, ৭-৬ (৭-৪) গেমে।
পুরুষদের ১৪তম বাছাই টমি পলকে দ্বিতীয় রাউন্ডে লড়াই করতে হল ৪ ঘণ্টা ২৫ মিনিট। বিশ্বের ৪১ নম্বর পর্তুগালের নুনো বর্জেসের বিরুদ্ধে আমেরিকার তারকা জিতলেন ৭-৬ (৮-৬), ৬-৩, ৫-৭, ৫-৭, ৭-৫ গেমে।
মহিলাদের সিঙ্গলসেও এগোলেন বাছাইয়েরা। তৃতীয় বাছাই আমেরিকার গফ ৭-৬ (৭-৫), ৬-২ গেমে হারালেন ক্রোয়েশিয়ার ডোনা ভেডিচকে। ২৩ নম্বর বাছাই জাপানের ওসাকা ৬-৩, ৬-১ ব্যবধানে হারালেন আমেরিকার হেলি ব্যাপটিস্টকে। দু’বারের ইউএস চ্যাম্পিয়ন জিতলেন ৬-৩, ৬-১ ব্যবধানে।
কানাডার লেইলা ফার্নান্ডেজকে নিয়ে মহিলাদের ডবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছোলেন ভেনাস। তাঁদের অবাছাই জুটি ৭-৬ (৭-৪), ৬-৩ ব্যবধানে জিতল ষষ্ঠ বাছাই অস্ট্রেলিয়ার এলিন পেরেজ় এবং ইউক্রেনের লুডমিলা কিচেনক জুটির বিরুদ্ধে।