Advertisement
০৭ মে ২০২৪
Spotts

ইউ এস ওপেন থেকে ছিটকে গেলেন সেরিনা উইলিয়ামস

একটা রেকর্ড ভাঙলেও অন্যটা অধরাই থেকে গেল সেরিনা উইলিয়ামসের। ইউ এস ওপেনের সেমিফাইনালে সেরিনার অবাক হারে আপাতত অক্ষতই থেকে গেল স্টেফি গ্রাফের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।

বিধ্বস্ত সেরিনা। ছবি: ইউএস টুডে স্পোর্টস।

বিধ্বস্ত সেরিনা। ছবি: ইউএস টুডে স্পোর্টস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৫
Share: Save:

একটা রেকর্ড ভাঙলেও অন্যটা অধরাই থেকে গেল সেরিনা উইলিয়ামসের। ইউ এস ওপেনের সেমিফাইনালে সেরিনার অবাক হারে আপাতত অক্ষতই থেকে গেল স্টেফি গ্রাফের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।

সেরিনার সব মিলিয়ে গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের সংখ্যা আপাতত ৩০৯। দিন কয়েক আগে চতুর্থ রাউন্ডে ইরোস্লাভা সেদোভাকে উড়িয়ে দিয়ে গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে ছেলেমেয়ে মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতার মাইলফলক গড়ে ফেলেন তিনি। কিন্তু একটা বিশ্বরেকর্ড হলেও সেরেনার ভক্তরা অপেক্ষায় ছিল অন্য রেকর্ডের। ওপেন যুগে স্টেফি গ্রাফের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম খেতাবের (২২) রেকর্ড ভেঙে চলতি যুক্তরাষ্ট্র ওপেনেই সেরিনা ২৩ করে ফেলবেন এমনটাই আশা করেছিল তারা। কিন্তু সেই আশা ভেঙে দিলেন ক্যারোলিনা প্লিসকোভা। দশম বাছাই চেক মেয়ের কাছে একেবারে উড়ে গেলেন সেরিনা। ফল ৬-২, ৭-৬। এই জয়ের ফলে সেরিনা শুধু গ্রাফের রেকর্ড ছুঁতে পারলেন না তাই নয়, তাঁকে হারাতে হল এক নম্বর জায়গাটাও। অন্য সেমিফাইনালে অ্যাঞ্জেলিক কের্বের জিতে যাওয়ায় ফাইনালের আগেই এক নম্বরে চলে গেলেন জার্মান তারকা।

ম্যাচ হেরে সেরিনা বললেন, “আজ অ্যাঞ্জেলিক খুব ভাল খেলেছে আর আমি খুব খারাপ। হাঁটুর পুরনো চোটটাও ভোগাচ্ছে।”

আরও পড়ুন:
গা ঘামালাম, ইতিহাস গড়ে বললেন সেরিনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Serena Williams US Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE