Advertisement
০৫ মে ২০২৪

আঙুল নিয়ে দুশ্চিন্তায় শাকিব

মেলবোর্নে ডা. গ্রেগ হই-কে দেখাবেন শাকিব। চোট পাওয়া এই বাংলাদেশের ক্রিকেটার দেশ ছাড়ার আগে আরও বলে যান, ‘‘সংক্রমণ না কমলে কোনও চিকিৎসকই অস্ত্রোপচার করবেন না। তাই সবার আগে সংক্রমণ সারানোর চেষ্টা করছেন চিকিৎসকেরা।’’

শাকিব আল হাসান।

শাকিব আল হাসান।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ০৩:৩০
Share: Save:

বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকরা শুনলে আঁতকে উঠতে পারেন। বাঁ হাতের কনিষ্ঠা আঙুলের চিকিৎসা করাতে শুক্রবার রাতে অস্ট্রেলিয়া উড়ে গেলেন বাংলাদেশের শাকিব আল হাসান। তাঁর আগে শাকিব বলে গেলেন, ‘‘আঙুল হয়তো আগের মতো পুরোপুরি ঠিক হবে না। কারণ বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে যেখানে চোট, সেই হাড়টা নরম। ফলে অস্ত্রোপচার করতে গেলে আঙুল বাদ যেতে পারে। তাই চিকিৎসকরা চেষ্টা করছেন চোট পাওয়া জায়গার সংক্রমণ কমিয়ে ফের যাতে ক্রিকেটে ফিরতে পারি। ধরতে পারি ব্যাট।’’

মেলবোর্নে ডা. গ্রেগ হই-কে দেখাবেন শাকিব। চোট পাওয়া এই বাংলাদেশের ক্রিকেটার দেশ ছাড়ার আগে আরও বলে যান, ‘‘সংক্রমণ না কমলে কোনও চিকিৎসকই অস্ত্রোপচার করবেন না। তাই সবার আগে সংক্রমণ সারানোর চেষ্টা করছেন চিকিৎসকেরা।’’

কবে তিনি মাঠে ফিরতে পারেন সে ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে শাকিব বলেন, ‘‘সংক্রমণ কবে কমবে, সে ব্যাপারে চিকিৎসকরা বলতে পারবেন। সংক্রমণটাই সবচেয়ে চিন্তার ব্যাপার। সংক্রমণ কমলেই অস্ত্রোপচার হবে। সেই অস্ত্রোপচারের ছয় থেকে আট সপ্তাহ পরে মাঠে ফিরতে পারব। ছয় সপ্তাহ হলে তার কয়েক দিনের মধ্যেই রিহ্যাব করে মাঠে ফিরব। সে ক্ষেত্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকেই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।’’

এর ফলে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলা সম্ভব হবে না শাকিবের পক্ষে। গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রান বাঁচাতে গিয়ে চোট পেয়েছিলেন শাকিব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE