অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশানেকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার ২ প্রাক্তন ক্রিকেটার। কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন এবং অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস, বিগ ব্যাশ লিগে ধারাভাষ্য দেওয়ার জন্য বসেছিলেন মেলবোর্নে। ম্যাচ শুরুর আগে নিজেদের মধ্যে কথা বলার সময় খেয়াল করেননি চ্যানেলের হয়ে লাইভ ছিলেন তাঁরা।
সেখানেই ঘটে বিপত্তি। শুক্রবার ভারত ব্যাট করার সময় ওয়ার্ন বলেন লাবুশানেকে বল করতে আনা উচিত। তাঁর পাশেই ছিলেন সাইমন্ডস। তিনি বলেন, “ওর এডিডি আছে।” ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’-কেই ছোট করে এডিডি বলেছেন সাইমন্ডস। অর্থাৎ এমন কোনও ব্যক্তি, যিনি সব সময় অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চান। এমন রোগেই আক্রান্ত লাবুশানে, বলে মনে করেন সাইমন্ডস।
এই কথা যখন আলোচনা করছেন, অনুষ্ঠানটি তখন দেখানো হচ্ছিল চ্যানেলে। সেটা বোধ হয় জানতেন না দুই ধারাভাষ্যকার। সিডনিতে অস্ট্রেলিয়ার টেস্ট চলছে বলে দেরিতে শুরু হওয়ার কথা ছিল বিগ ব্যাশ লিগের ম্যাচ। সেই ম্যাচের আগেই ঘটে এমন ঘটনা।