অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে একদিনের সিরিজ জয়ের পর দেশে ফিরেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ। এই মধ্যবর্তী সময়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। কেই সময় কাটাচ্ছেন নিজের পরিবারের সঙ্গে তো কেউ সময় কাটাচ্ছেন ফুটবল ম্যাচ খেলে।
তবে এই ছুটিতে একটু অন্যভাবে কাটাচ্ছেন বাঁ-হাতি ওপেনার শিখর ধওয়ন। তিনি এই ছুটিকে কাজে লাগিয়ে শিখে নিচ্ছেন ঘোড়ায় চড়া।
ঘোড়ায় চড়া শেখার কথা টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন শিখর। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও তিনি প্রকাশ করেছেন মঙ্গলবার সকালে। ভিডিয়ো পোস্ট করার পরই সেটি ভাইরাল।
Jatt Shaunkiyaa tey Shaunk poore karda. #horsebackriding #horseriding #learninghorseriding #tuesdaythoughts #TuesdayMotivation pic.twitter.com/bbGiRmM3ku
— Shikhar Dhawan (@SDhawan25) February 19, 2019
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ধওয়নের পারফরম্যান্স ভালো না হলেও টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এখন দেখার ঘোড়ায় চড়া শেখার পর তাঁর স্কোরবোর্ড ঘোড়ার মতোই ছুটে চলে কি না।
আরও পড়ুন: মু্ম্বইয়ে ফুটবল পায়ে নেমে পড়লেন ধোনি